গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে সহায়তা দিতে আসছে ভারতের সন্ত্রাসবিরোধী ফোর্স ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) ৪ সদস্যের একটি বিশেষজ্ঞ দল।
আজ বৃহস্পতিবার এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এনএসজির একটি বোমা বিশেষজ্ঞ দল শিগগিরই বাংলাদেশ সফর করবে।
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের কেন্দ্রীয় সরকার গুলশান ও শোলাকিয়ার হামলা তদন্তে এনএসজির বোমা বিশেষজ্ঞ একটি দলকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে বাংলাদেশ সাহায্যের যে আহ্বান জানায় সেটা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয় ভারত। ঘটনা তদন্তে সহায়তা করতেই বাংলাদেশে আসছে দলটি। এর আগেও প্রতিবেশী দেশগুলোতে এ ধরনের তদন্তে অংশ নিয়েছেন এনএসজি সদস্যরা। এনএসজির বিশেষ প্রতিনিধি দলটি চলতি সপ্তাহের শেষে বাংলাদেশে আসবে।
তারা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ এলাকা পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা নেবেন। আর কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন ঘটনাস্থলে থেকে বিস্ফোরণের নমুনা ও প্রমাণ সংগ্রহ করবেন।
গুলশানে হামলার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের কাছে টহলরত পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক হামলাকারীসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের বেশিরভাগই পুলিশ বলে জানা গেছে।
নিহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জহিরুল হক ও মো. আনসার উল্লাহ। তাৎক্ষণিকভাবে নিহত হামলাকারীর পরিচয় পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঝর্ণা রানী ভৌমিক নামে এক নারীও নিহত হয়েছে।
এর আগে ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর সকালে কমান্ডো অভিযান চলে। এ ঘটনায় ২০ জিম্মি নিহত হন; যাদের বেশির ভাগই বিদেশি।