গ্রীষ্মের তীব্র তাপদাহে শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রাত্যহিক সমাবেশ সাময়িক স্থগিত করা, ক্লাসের সময়সূচি পুনবিন্যাস, মর্নিং স্কুল চালু, দুই শিফটের স্কুলে নির্ধারিত সময়ের আগে ক্লাস শুরু এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বিশেষ এই পরিস্থিতিতে এসব নির্দেশনা সাময়িক ব্যবস্থা হিসেবে বিবেচনা করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।