1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
তিন জোটের নেতা হচ্ছেন এরশাদ - Daily Cox's Bazar News
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

তিন জোটের নেতা হচ্ছেন এরশাদ

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০১৭
  • ২৮২ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অংশীদার জাতীয় পার্টি (জাপা)। জাতীয় ঐক্য জোট নামে এই প্লাটফর্মের নেতৃত্বে থাকবেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরইমধ্যে অনুষ্ঠানিক ঘোষণার জন্য সম্ভাব্য দিনক্ষণও ঠিক করা হয়েছে।

ইসলামী ঐক্য জোট, খেলাফত মজলিস (বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক), ন্যাশনাল কংগ্রেস, যুক্তফ্রন্ট, আমজনতা পার্টি, হিন্দু লীগসহ ৫২ থেকে ৫৫ টি দল নিয়ে তিনটি জোট গঠন করা হবে।  এ জন্য জাপার শীর্ষ নেতার কেউ কেউ দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।

জাপার দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী সপ্তাহে জাতীয় প্রেস ক্লাবে নতুন এ জোটের ঘোষণা দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। ইসলামী দলগুলোর ৩৫টি দল নিয়ে একটি জোট গঠন করা হবে। এছাড়া বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ এর নেতৃত্বে হবে একটি জোট। পাশাপাশি শেখ শওকত হোসেন নিলুসহ আরও কয়েকটি সমমনা দল নিয়ে আরেকটি জোট করা প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া শেষ হলেই আসবে জোটের আনুষ্ঠানিক ঘোষণা। ‘জাতীয় ঐক্য জোট’ গঠনের প্রক্রিয়া এরশাদ নিজেই তদারকি করছেন।

জানা গেছে, আপাতত লক্ষ্য হচ্ছে জোট গঠন করা। তারপর অবস্থার বিবেচনায় সীদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে কী নেবে না। তাছাড়া আগামী নির্বাচনের বিএনপির অংশ নেওয়া না নেওয়ার বিষয়টিও দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী নির্বাচনে সংখ্যালঘুদের ৩০টি আসনে সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে নতুন এ জোটের।

এ বিষয়ে জানতে চাইলে ‘জাতীয় ঐক্য জোট’ এর সমন্বয়কারী এস এম মুশফিকুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, ‘জোট গঠনের কাজ চলছে। এ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

কবে নাগাদ ঘোষণা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ৬ মে জাতীয় প্রেস ক্লাবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় ঐক্য জোটের ঘোষণা দেবেন।’

তিনি বলেন, ‘অনেক দলের সঙ্গেই আমাদের আলোচনা চলছে। অনেকেই আসতে চাচ্ছে কিন্তু এখন চূড়ান্ত করা হয়নি, কথা চলছে। তাছাড়া আমরা আগামী নির্বাচনে ৩০টি সিট সংখ্যালঘুদের জন্য ছেড়ে দেওয়া হবে।’

নির্বাচনকালীন ব্যবস্থা নিয়ে কোনো সমঝোতা হয়েছে কী না এমন প্রসঙ্গে মুশফিক বলেন, ‘এটা নির্বাচনী জোট হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হয়নি। আগে জোটের ঘোষণা হোক তারপর দেখা যাবে।’

একাদশ নির্বাচনের এখনও প্রায় দেড় বছর বাকি এরমধ্যে আওয়ামী লীগ- বিএনপিসহ রাজনৈতিক দলগুলো যখন দলগুলো গোছাতে ব্যস্ত তখন সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের নতুন জোট গঠন নিয়ে রাজনৈতিক মেরুকরণের নতুন ইঙ্গিত দিচ্ছেন বলে মনে করছেন কেউ কেউ।  এমন আভাস পাওয়া যাচ্ছে জাপার নেতাদের সঙ্গে কথা বলেও। আগামীতে বিএনপি নির্বাচনে আসলে এক ধরনের পদক্ষেপ হবে। বিএনপি যদি নির্বাচনে না আসতে তাহলে আরেক ধরনের পদক্ষেপ নিবে জাতীয় পার্টি। যে কারণেই জাতীয় পার্টির সমমনা দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জোট গঠনের চেষ্টা করা হচ্ছে।

জাপার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে পরিবর্তন ডটকমকে বলেন, ‘বিএনপির আগামী নির্বাচনে আসলে এক ধরনের পদক্ষেপ হবে, না আসলে আরেক ধরনের হবে। আমাদের জোটের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের কোয়ালিশন হতে পারে। অথবা এককভাবে নির্বাচনের একটা পলিসি আছে। জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। এখনই সব কিছু বলা যাবে না।’

সম্প্রতি জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘বিএনপির জোটে ২০ দল আছে। আওয়ামী লীগের আছে ১৪ দল। আমরাও একটি জোট করব। তাদের সঙ্গে আমার বৈঠকও হয়েছে।’ তবে কোন কোন দলের সঙ্গে বৈঠক হয়েছে, তা এরশাদ প্রকাশ করেননি।

জোট গঠন প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পরিবর্তন ডটকমকে বলেন, ‘জোট গঠনের বিষয়ে আমাদের পার্টিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সাইনবোর্ড সর্বস্ব কোনো দলকে জোটে নেওয়া হবে না। গ্রহণযোগ্যতা, মানুষ তাদেরকে চিনেন এরকম দলকেই জোটে নেওয়া হবে। নির্বাচনের কারণে তাদেরকে জোটে নেওয়া হচ্ছে। নির্বাচন ছাড়া আামদের কোনো এজেন্ডা নেই।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সমানে রেখে সরকারের পক্ষে-বিপক্ষে জোট হবে। এর বাইরে কোনো জোট টিকবে না। এই মূহুর্তে বাংলাদেশের মানুষ অন্য কোনো জোট গ্রহণ করবে না। আমাদের সেইরকম চিন্তা-ভাবনা নিয়ে যেতে হবে। কারণ জোট শরীদের কিছু সিট ছাড় দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো কারণ বিএনপির নির্বাচনে না আসলে আমাদেরকে সরকারবিরোধী ভূমিকা নিতে হয়। সেই রকম কোনো পরিস্থিতি যদি হয় তাহলে ৩০০ আসনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।’

এদিকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সোমবার রাজধানীতে জাতীয় শ্রমিক পার্টি শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘ঢাকার প্রাণকেন্দ্রে আগামী ৭ মে বড় ধরনের একটি জোট ঘোষণা করে জাতীয় পার্টি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করবে। সেই সাথে আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সিদ্ধান্তও ঘোষণা করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications