তুরস্কে প্রায় ৭৯টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিচ্ছে রিসেপ তাইয়্যেপ এরদোয়া সরকার।
তালিকা রয়েছে ১৬টি টেলিভিশন চ্যানেল, ৪৫টি সংবাদপত্র, ১৫টি ম্যাগাজিন ও ৩টি সংবাদ সংস্থা। কোন গণমাধ্যমগুলো বন্ধ করা হচ্ছে তা এখনো নিচ্ছিত নয়। এগুলোর বেশিরভাগই স্থানীয় পর্যায়ের বলে মনে করা হচ্ছে। অবশ্য, জাতীয় পর্যায়ের কিছু সংবাদ মাধ্যমও তালিকায় আছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে বুধবার ৪৭ জন সাংবাদিক আটক করা হয়। কদিন আগে গ্রেপ্তার হন ৪২ জন প্রতিবেদক।
১৫ই জুলাই ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে এক হাজার সাতশো সেনা সদস্যসহ প্রায় ৫০ হাজার সরকারি চাকুরেকে বরখাস্ত করা হয়েছে। আটক হয়েছে ১০ হাজারের বেশি।