তৃণমূল নেতাকর্মীদের কদর বেড়েছে জেলা আ’লীগের সম্মেলন ৩১ জানুয়ারী
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
৪২৬
বার পড়া হয়েছে
অবশেষে ৩১ জানুয়ারি অনুষ্টিত হচ্ছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্মেলনের তারিখ চুড়ান্ত করেছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে নেতারা এখন কাউন্সিলর মূখী হয়ে পড়েছেন। যার ফলে কদর বেড়েছে তৃণমূল নেতাকর্মীদের।
জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে নেতাকর্মীদের আগ্রহ বেড়েছে। আগামি ৩ বছরের জন্য কাদের হাতে জেলার নেতৃত্ব তুলে দিতে চায় কাউন্সিলরা তা এখন দেখার বিষয। তবে সকলেই চায় দলকে চাঙ্গা রাখতে যাকে প্রয়োজন তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে। তবে কয়েকটি উপজেলায় কাউন্সিলর তালিকা নিয়ে অসঙ্গতি থাকায় সকলের মাঝে হতাশাও রয়েছে।
প্রাপ্ত তথ্যমতে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার প্রচারণায় রয়েছেন। তবে সম্মেলনের দিন সভাপতি পদে প্রার্থীর সংখ্যা আরো বাড়তে পারে। ইতোমধ্যে সভাপতি প্রার্থী হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল মোস্তফা, কানিজ ফাতেমা মোস্তাক, শাহ আলম চৌধুরী ও জাফর আলম।
সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রচারণায় রয়েছেন। ইতোমধ্যে প্রচারণা চালাচ্ছেন কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষযক সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল ইসলাম ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল।
সম্ভাব্য প্রার্থীদের প্রায় সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে ঢাকা ছুটে গেলেও প্রধানমন্ত্রীর নির্দেশের পর তড়িগড়ি করে কক্সবাজার ফিরে আসতে শুরু করেছেন। হাতে সময় কম থাকায় যেভাবে হউক কাউন্সিলরদের সাথে অন্তত একবার দেখা করার লক্ষ্য নিয়ে এগুচ্ছেন সবাই।
জেলা আওয়ামী লীগের একজন শীর্ষনেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এখনো কাউন্সিলর তালিকা চুড়ান্ত হয়নি। ইতোমধ্যে সবকটি উপজেলা ও সাংগঠনিক উপজেলার সম্মেলন সম্পন্ন হয়েছে। কিন্তু অধিকাংশ কমিটির অনুমোদন দেয়নি জেলা আওয়ামী লীগ। যার ফলে এত স্বল্প সময়ে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে পারেন কিনা সন্দেহ রয়েছে। এ ছাড়াও ইতোমধ্যে কয়েকজন প্রার্থী টাকার খেলায় মেতে উঠেছেন। যা রাজনীতির জন্য শুভলক্ষণ নয়। কাউন্সিলররা প্রয়োজনীয় লোককেই দলের শীর্ষ পদে বসাবেন এতে কোন সন্দেহ নেই। যাদের দিয়ে কক্সবাজারে রাজনীতি হবে তাদেরই মূল্যায়ন করবে কাউন্সিলরা। পৌর আওয়ামী লীগ সচল না থাকলে জেলায় আওয়ামী লীগের অবস্থান আরো দূর্বল হয়ে যেত। জেলা আওয়ামী লীগের সম্মেলন হলে অনেকেই রাজনীতি থেকে ছিটকে পড়তে পারে এমন দাবী করে তিনি বলেন রাজনীতি থেকে বিদায় নেওয়ার শঙ্কায় থাকা নেতারা সম্মেলন ও কমিটি গঠনের বিষয়ে বার বার জঠিলতা সৃষ্টি করেছেন। আমরা চাই দলের জন্য যারা কাজ করতে পারবেন এমন নেতাদেরই কাউন্সিলররা নির্বাচিত করবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালহউদ্দিন আহমদ সিআইপি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। যার ফলে ৩১ জানুয়ারীই সম্মেলন হচ্ছে। যেভাবেই হউক প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ এ কে আহমদ হোসেন জানান, সম্মেলনের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। অতিথিরা ৩০ জানুয়ারীই কক্সবাজার চলে আসবেন। আশাকরি শান্তিপূর্ণভাবেই সম্মেলন সম্পন্ন হবে।