ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। তবে ম্যাচে খুব একটা সুবিধে করতে পারেননি সাকিব। তবে সেঞ্চুরি করেছেন দলটির অধিনায়ক ক্রিস গেইল।
এদিন টস জিতে প্রথমে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান গেইল। ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে রাইডার্স। প্রথম ম্যাচে ১ উইকেট পাওয়া সাকিব দ্বিতীয় ম্যাচে উইকেটশূন্য থাকলেন।
জ্যামাইকা তালাওয়াসের হয়ে দ্বিতীয় ম্যাচে বল হাতে মাত্র ২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন সাকিব। ২ ওভারে দিয়েছেন ২৬ রান।
ব্যাট হাতেও দলের হয়ে নামার সুযোগ পাননি সাকিব। ব্যাটিং দানব গেইলের অপরাজিত ১০৮ রানের সুবাদে ১০ বল হাতে থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৯১ রান টপকে জিতে যায়। গেইল মাত্র ৫৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।