
শ্রাবন্তী: গানটা দেখে কলকাতায় ভালো প্রতিক্রিয়া পেয়েছি।
আমার কলিগরা তো বেশ প্রশংসা করছেন। তারা বলছেন, শাকিব-শ্রাবন্তী জুটিটা বেশ যাবে এবার। আর গানটা আমার এত ভালো লেগেছে বলে বোঝানোর মতো নয়। আমি নিজেও গানটি দেখছি বারবার। যতবার দেখি ততোই ভালো লাগে।
শাকিব খান: আমাদের কেমেস্ট্রি সবার ভালো লেগেছে। এটা অভাবনীয়। এতদিন শুনেছি বলিউডের খানদের গানই মিলিয়ন বিলিয়ন ভিউ হয়। এখন দেখি বাংলাদেশি খানের গানেও এত ভিউ (হাসি)!
সাংবাদিক: আপনার (শাকিব খান) নতুন লুক প্রশংসিত হয়েছে। এর প্রতি কতটা যত্নশীল হবেন?শাকিব খান: আমি তো চাই সব সময় নতুনভাবে আসতে। আমি চেষ্টা করে যাব।
সাংবাদিক: দেব তো নিজেও স্ট্যাটাস দিয়েছেন?
শ্রাবন্তী: হ্যাঁ, সে তো বেশি প্রশংসা করেছে। খুবই ভালো লেগেছে।
সাংবাদিক: দেব, জিৎ আর শাকিব- তিনজনের সঙ্গেই কাজ করলেন। কার সঙ্গে বারবার অভিনয় করতে চাইবেন?
শ্রাবন্তী: সবার সঙ্গেই। তারা সবাই নিজেদের জায়গায় সুপারস্টার। শাকিবের কথা বলবো যে, তিনি এক কথায় অসাধারণ মানুষ।
সাংবাদিক: শাকিবের সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল?
শ্রাবন্তী: আমাদের প্রথম দিন শুটিং হয় পশ্চিমবঙ্গের বোলপুরে। প্রথম প্রথম তো শুটিংয়েও কথাই বলতো না। চুপচাপ থাকত। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। একটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে প্রথম দিন দেখেছি শাকিব ইউনিটে একেবারেই চুপচাপ, শান্তশিষ্ট। আমি তাকে বলি, ‘কী ব্যাপার? তুমি কথা বলছো না কেন?’ তারপর সে নড়েচড়ে বসে। কথা বলা শুরু করে।
সাংবাদিক: এ দেশের দর্শকদের উদ্দেশে কিছু বলবেন?
শ্রাবন্তী: আমি তাদের শ্রাবন্তী হতে চাই।
শাকিব: তারাই আমার ভালোবাসা। তাদের ভালোবাসায় আমার মাথা সবসময় নত হয়ে আছে। তারা আমারে এত সার্পোট দিয়ে থাকেন। তাদের ভালোবাসা, শ্রদ্ধা আমাকে নত করে দেয়। আমার চোখে পানি চলে আসে।
তাদের ভালোবাসায় আমার কর্তব্য অনেক বেড়ে যায়। যাদের সহযোগিতায় আমার ’শিকারী’র এত বড় সাফল্য (ইউটিউবে গানের ভিউ) তা ভোলার নয়। তাদের সবার ঈদ অনেক ভালো কাটুক।