কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারে শুরু হয়েছে ২১তম আন্ত:ক্লাব শ্যুটিং প্রতিযোগীতা। বুধবার বীরশ্রেষ্ট শহীদ রুহুল আমিন ষ্টেডিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে কক্সবাজারে প্রথমবারের মত আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্টানিক উদ্ভোধন করেন বাংলাদেশ শ্যূটিং ষ্পোর্ট ফেডারেশনের সভাপতি ইকতিকাবুল হামিদ অপু। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেছেন, কক্সবাজার দেশের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র। তাই কক্সবাজারেই এরকম আয়োজন সবচেয়ে বেশী হওয়া উচিত। কিন্তু কক্সবাজার রাইফেল ক্লাবের একটি নিজস্ব অফিসও নেই। ১৯৬০ সালে প্রতিষ্টিত কক্সবাজার রাইফেল ক্লাবের জন্য একটি জমি বরাদ্দ দিতে তিনি জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কমনা করেছেন। জমি বরাদ্দ দেয়া হলে শ্যূটিং ফেডারেশন যাবতীয় অবকাঠামো নির্মাণ করে দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন সদর সাংসদ সাইমুম সরওয়ার কমল, বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাব-উল-হামিদ। কক্সবাজার রাইফেল ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজন করেছে শ্যুটিং প্রতিযোগীতা।আয়োজিত এ প্রতিযোগীতা কেবলমাত্র একটি দায়সারা প্রেস কনফারেন্সের মধ্যদিয়ে উদ্বোধন হয়।
১৫-১৮ মার্চ সারা দেশ থেকে আসা ৪৪ টি ক্লাবের শ্যুটারদের লড়াই হবে। এবারই প্রথম শ্যুটিংয়ের কোনো আসর বসছে সৈকতের ধারে। শ্যুটিংয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো নেই কক্সবাজারে। যতটুকু আছে তা দিয়েই রাইফেল এবং এয়ার রাইফেল ইভেন্টের লড়াই হবে। নবীন শ্যুটারদের খুঁজে বের করার লক্ষ্যে আন্তঃক্লাব শ্যুটিং অনুষ্ঠিত হয়। ৮১ সাল থেকে আন্তঃক্লাব শ্যুটিং শুরু হয়।
বাংলাদেশে ক্রিকেট-ফুটবলের মতো তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি শ্যুটিং। অথচ কদিন আগেও শ্যুটিংয়ে দেশের বাইরে থেকে সাফল্য এসেছে। কিন্তু এখন সেটি অতীত হয়ে যাচ্ছে। সুযোগ সুবিধার অভাব, নিয়মিত খেলা না থাকাসহ নানা কারণে হারিয়ে যাচ্ছেন সম্ভাবনাময় শ্যুটাররা।
অন্যদিকে, আন্ত:ক্লাব শ্যুটিং প্রতিযোগীতার টাইটেল স্পন্সর “ফিজআপ ক্লিয়ার লেমন” কোম্পানীর কাছ থেকে নেয়া হয়েছে ৩০ লাখ টাকা। আর সরকারী বেসরকারী খাত থেকে পাওয়া আনুমানিক ২০ লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার বাজেটে যে দায়সারা আয়োজনটি করা হয়েছে তার মান নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
এদিকে অভিযোগ উঠেছে, এই শ্যূটিং প্রতিযোগীতার আড়ালে লুকিয়ে রয়েছে লাখ লাখ টাকা লুটপাটের মহোৎসব। ফলে, সংশ্লিষ্ট কর্তারা দায়সারা এমন আয়োজন করেছেন।
বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাক অভিযোগ অস্বীকার করে বলেন, কতিপয় সংবাদকর্মী অনৈতিক সুবিদা চেয়ে না পেয়ে কুৎসা রটাচ্ছে যা কয়েক দিনে সবার চোখের সামনে আরও পরিস্কার হবে।
বাংলাদেশ শ্যূটিং ষ্পোর্ট ফেডারেশন কক্সবাজার রাইফেল ক্লাবের সহযোগিতায় আয়োজিত অনুষ্টানে শিশু ও কিশোরীরা আকর্ষণীয় নৃত্য পরিবেশন করে। আগামী শুক্রবার আন্তঃ ক্লাব শ্যূটিং প্রতিযোগিতার সমাপনী।