ডিসিবি ডেস্ক:
পুরোবিশ্বে বন্ধ বিনোদন জগৎ। ঘরে বসে সময় কাটাচ্ছেন তারকারা। এমন সময়ে বলিউডে শুটিং করা নিয়ে বিতর্কের তোপে পড়লেন সোনাক্ষী সিনহা। এমনই অভিযোগ এনেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে পরিচালক এমন দাবি করেছেন। এই ছবিটি মুম্বাই মিররে প্রকাশিত হয়।
বিবেক অগ্নিহোত্রী সোনাক্ষীর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই সময়ে কে শুটিং করে।’ এই পোস্ট দেখে পাল্টা জবাব দেন সোনাক্ষী। তিনি সেই সেই ছবিটি শেয়ার করে বলেন, ‘এই ছবি মোটেও এখনকার নয়। ২০১৯ সালে ৫ নভেম্বর এই ছবি তোলা হয়েছিল। তখন আমি শুটিংয়ে ছিলাম। একজন পরিচালক হিসেবে আপনার কাছে সঠিক তথ্য রয়েছে। আর এখন কেউ শুটিং করছে না, কারণ সমস্ত স্টুডিও বন্ধ। জাতীয় স্তরে লকডাউন চলছে। সবার কাছে অনুরোধ দায়িত্ব নিয়ে সংবাদ প্রকাশ করুন। গুজব ও মিথ্যা সংবাদ ছড়ানো বন্ধ করুন। এটি যেমন হাস্যকর তেমনি অপরাধ।’