ঢাকা ও রাজশাহী বিভাগে নতুন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ প্রকাশ করেছে।
সোমবার (২৮ মার্চ) স্বাক্ষরিত আদেশে রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদকে ঢাকার বিভাগীয় কমিশনার করা হয়েছে।
অপরদিকে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হান্নানকে রাজশাহীর বিভাগীয় কমিশনার করা হয়।