1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
দেশের সব অর্জনে অবদান আ’লীগের -জেলা আওয়ামী লীগের সম্মেলনে সৈয়দ আশরাফ - Daily Cox's Bazar News
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

দেশের সব অর্জনে অবদান আ’লীগের -জেলা আওয়ামী লীগের সম্মেলনে সৈয়দ আশরাফ

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩২০ বার পড়া হয়েছে
1দীর্ঘ প্রায় ১৩ বছর পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টার পর কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যারা দেশের জন্য, জাতীর জন্য অনেক রক্ত দিয়েছে। যা বিশ্বের অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাসে নেই। এ দেশের জন্য জাতির পিতা রক্ত দিয়েছেন। জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামানÑতারা বঙ্গবন্ধুকে হত্যা করার বঙ্গবন্ধুর রক্তের সাথে সাথে বেঈমানী করেনি। তারা নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেননি। এই দল হলো আওয়ামী লীগ। এই বাংলাদেশের যা কিছু অর্জন তা শুধু আওয়ামী লীগের জন্য হয়েছে। এই দেশে গণতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, মুক্তির কথা বলেনÑশিক্ষা, স্বাস্থ্য খাত, খেলাধুলা সব ক্ষেত্রেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এ দেশের অন্য একটি রাজনৈতিক দল গণতন্ত্রের কবর রচনা করে সামরিক বাহিনী দ্বারা রাজনৈতিক দল সৃষ্টি করে রাজনীতি করেছে।’
জেলা আওয়ামী লীগের বিলম্বিত সম্মেলনের বিষয়ে হতাশা প্রকাশ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ৩ বছর পরপর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, ১০ বছর পর, ১৫ বছর পর সম্মেলন হচ্ছে। এই চর্চ্চা ভালো না। এই চর্চ্চা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। দলের গঠনতন্ত্র অনুসারে এখানে কাউন্সিল হলে আমরা বিগত এক যুগে ৪ জন সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক পেতাম। সময়মতো কাউন্সিল হলে আমাদের দলের শক্তি আরো বাড়বে। না হলে আওয়ামীলীগে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে না। দল দুর্বল হয়ে পড়বে।’
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছায় বিভিন্ন শহরের উন্নয়ন করার জন্য, পরিকল্পিতভাবে নগরায়নের জন্য উন্নয়ন কর্তৃপক্ষ আছে। রাজনানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম কর্তৃপক্ষের আদলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষও গঠন করা হবে। এবারের সংসদে পঞ্চম উন্নয়ন কর্তৃপক্ষ হবে কক্সবাজার। কক্সবাজারে লক্ষ-লক্ষ টাকা বিনিয়োগ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের যারা নির্বাচিত হবে তাদের নেতৃত্বে কক্সবাজার এগিয়ে যাবে।’
আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছি। দেশের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। ওই উন্নয়ন পাকিস্তানিরা সহ্য করতে পারে না। এ অবস্থায় বেগম খালেদা জিয়া দেশ ও জনগনের বিরুদ্ধে সার্বক্ষনিক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ দেশের গণতন্ত্র ও উন্নয়নকামী মানুষ কোন দিন খালেদা জিয়ার ষড়যন্ত্র সফল হতে দেবে না। বেগম জিয়া আজকে বলছেন আমদের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ মারা যায়নি। কি কারনে তিনি এরকম বক্তব্য দেন ? আমরা শুনেছিলাম, রাতে বেগম জিয়ার রাতে অনেক কিছু খাওয়া-দাওয়ার পরে তিনি একটু বেসামাল থাকেন। ওইসব খেয়েই তিনি হয়তো বেসামাল হয়ে কিছু বলে ফেলেছেন।’ মাহাবুব উল আলম হানিফ বলেন,  ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। বিএনপি ক্ষমতায় এসে ২০০৫ সালে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। হাওয়া ভবনে বসে তার ছেলেরা দুর্নীতির হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট একে আহমদ হোছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, পাবর্ত্য প্রতিমন্ত্রী বীর বাহার উ শৈ সিং এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রিয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও আমিনুল ইসলাম আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক অজয় পাল খোকন,  সাবেক সাংসদ এথিন রাখাইন, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আব্দুর রহমান বদি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বদিউল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজনী সরওয়ার কাবেরী, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা শাহজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, প্রশান্ত ভূষন বড়–য়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুলতানুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল  কর, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ নেতা মহসিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা যুব মহিলালীগের সভানেত্রী আয়েশা সিরাজ, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়,  সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ প্রমুখ।
সম্মেলনকে ঘিরে সকাল থেকেই কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে ভীড় করেন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাজারো নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে ভীড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে সম্মেলনস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নেয়। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে কর্মীদের নেতাদের পক্ষে শ্লোগান ধরেন। দুপুর পর্যন্ত করতালি ও শ্লোগানে মুখর থাকে সম্মেলনস্থল। সম্মেলন উপলক্ষে শহীদ দৌলত ময়দানসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সম্মেলনস্থলের সুম্মুখে প্রধান সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বিকল্প উপায়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চলাচল করে ছোট যানবাহনগুলো।
এদিকে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর বিষয় নির্ধারনী সভা সার্কিট হাউস মিলনায়তনে আওয়ামী লীগ কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications