দেশে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু হবে, এ ব্যাপারে বিশেজ্ঞরা প্রকল্প তৈরি করছেন।ই-পাসপোর্ট বহনকারী যাত্রীদের ইমিগ্রেশন খুবই সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দু/একটি জায়গা ছাড়া সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। স্থানীয় নির্বাচনে সব সময় কিছুটা হলেও অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হয়।
তিনি বলেন, নির্বাচনে যে সব স্থানে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে কারো গাফিলতি থাকলে সে ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। আগামী কয়েক দফার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।