জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। নারী নির্যাতন-শিশু হত্যা প্রতিদিন হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশে এখন সুশাসনের অভাব। যতদিন সুশাসন ফিরে না আসবে, ততদিন আইন শৃঙ্খলার উন্নতি হবে না। মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের সাহেবগঞ্জের পল্লী ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে পরিবর্তন ছাড়া সুশাসন আসবে না। পরিবর্তনের সেই সুযোগও দেখছেন না। যতদিন পর্যন্ত শক্তিশালী বিরোধী দল না থাকবে, ততদিন এমনটা চলবে। শক্তিশালী বিরোধী দল গড়তে জাতীয় পার্টি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরশাদ বলেন, নির্বাচন কমিশন আছে ঠিকই, কিন্তু সেটা কাজের না। এই নির্বাচন যথাযথ হয়নি। সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। বাকেরগঞ্জের পল্লী ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরশাদের পাশে ছিলেন তার ছোট ভাই পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, নাসরিন জাহান রত্না আমিন এমপিসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা। পটুয়াখালী ও বরগুনা জেলা জাতীয় পার্টির সস্মেলন উপলক্ষে বরিশাল অঞ্চলে ২ দিনের সফরে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।