দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে। ১৮ এপ্রিল সকালে পত্রিকাটির নির্বাহী পদসহ বার্তা বিভাগের প্রধানের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেয়া হয়। প্রসঙ্গতঃ ১৭ এপ্রিল দৈনিক আজকের কক্সবাজার পত্রিকায় “জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন আজ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুলের দায়ে কতৃপক্ষ এ সিদ্ধান্ত নেন। পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধানের দায়িত্ব থেকে ফজলুল কাদের চৌধুরীকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, দৈনিক আজকের কক্সবাজার শুরু থেকে পরিচ্ছন্ন সাংবাদিকতার প্রতি সবচেয়ে মনযোগী হয়ে এতোটা পথ পাড়ি দিয়েছে। ইতিহাসকে বিকৃত নয়, তাকে জোরালোভাবে তুলে ধারার প্রয়াসটি এ পত্রিকার ধ্যান-জ্ঞান। আর মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে উন্নয়ন সাংবাদিকতা চর্চায় দৈনিক আজকের কক্সবাজার চারটি বছর পেরিয়ে এসেছে বির্তকের উর্ধ্বে উঠে। তাই পাঠকের আস্থা অক্ষুন্ন রাখতে সব সময় বদ্ধপরিকর জেলার বহুল প্রচারিত এই পত্রিকা।