‘ধুম ৫’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার পুত্র আরিয়ান খানকে। খবরটি সত্যি না মিথ্যা তা সময়ই বলবে! তবে শাহরুখ খান যে তার ছেলে আরিয়ানকে সিনেমায় নামানোর ব্যাপারে রীতিমতো তোড়জোর শুরু করে দিয়েছেন, অনেকেই তা জানিয়েছেন।
যেমন সম্প্রতি শাহরুখ খান ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের এক ফিল্ম স্কুলে ভর্তি হয়েছেন। সেখানে তিনি ছেলেকে নানা ছবি দেখিয়ে যাচ্ছেন। ক্লাস করাচ্ছেন অভিনয়ের খুঁটিনাটি ব্যাপারে। এসবই আরিয়ানের ছবিতে নামার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
এছাড়া আরও শোনা যাচ্ছে, ছেলেকে সিনেমায় নামানোর জন্য বলিউডের সব পরিচালক-প্রযোজকের সঙ্গেও কথা বলে যাচ্ছেন শাহরুখ খান। এর আগে যেমন জানা গিয়েছিল, আরিয়ানকে নিয়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ বানাতে পারেন করণ জোহর। পরে যদিও করণ জোহর সে কথাটা অস্বীকার করেন।
সেরকমই এবার শোনা যাচ্ছে, শাহরুখ যশ রাজ ফিল্মস-এর ব্যানারে ছেলেকে ছবিতে নামাতে চাইছেন। ধুম সিরিজের ছবিতে অভিনয়ের ব্যাপারে অনেক দিন ধরে কথা চলছে তার সঙ্গে যশ রাজ ফিল্মস-এর। সব ঠিক থাকলে ‘ধুম ৫’-এ একসঙ্গে কাজ করবেন শাহরুখ আর আরিয়ান।