বিশ্ববিখ্যাত ভাস্কর্য ‘ডেভিড’-এর একটি প্লাস্টিকের তৈরি নকল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের কেন্দ্রস্থলে বসানোর পর তা নিয়ে আপত্তি ওঠাতে কর্তৃপক্ষ এটাকে পোশাক পরিয়ে দেওয়ার কথা ভাবছে।
ইতালিয়ান রেনেসাঁ যুগের ভাস্কর মিকেলএঞ্জেলোর তৈরি সম্পূর্ণ নগ্ন পুরুষের এই ভাস্কর্যটির প্রতিরূপ নিয়ে আপত্তি তুলেছেন এক নারী। তিনি তার অভিযোগে বলেন, “কি করে আপনারা শহরের কেন্দ্রে এই বিবস্ত্র লোকের মূর্তি স্থাপন করলেন, যেখানে পাশেই রয়েছে একটা স্কুল আর গীর্জা?”
শিশু অধিকার সংক্রান্ত ন্যায়পালের কাছে পাঠানো চিঠিটিতে বলা হয়, ”এই দানবটির উপস্থিতি শহরের ঐতিহাসিক চেহারা নষ্ট করছে, শিশুদের মনের ওপর বিরূপ প্রভাব ফেলছে।”
প্লাস্টিকের তৈরি এই নকল ডেভিডের উচ্চতা ১৬ ফুট, এবং একটি ভাস্কর্য প্রদর্শনী উপলক্ষে এটি স্থাপন করা হয়।
ওই নারীর আপত্তির পর কর্মকর্তারা তাকে বোঝানোর চেষ্টা করেন যে, রাশিয়ার সাবেক রাজধানী সেন্ট পিটার্সবার্গে এ ধরণের স্থাপত্য অনেক আছে এবং নগরবাসী তাদের নগ্নতা দেখে অভ্যস্ত। নিকটবর্ত স্কুলটির কর্তাব্যক্তিরাও একথা সমর্থন করেছেন। কিন্তু ওই নারী কিছুতেই তা মানতে রাজী নন।
তার কথা হলো, “এখানে ছোট ছেলেমেয়েরা আছে, তারা এই বিশালাকৃতির নগ্ন পুরুষটিকে দেখছে, এটা কি স্বাভাবিক?”
এখন প্রদর্শনীর উদ্যোক্তারা বলছেন, তারা ‘ড্রেস-ডেভিড’ নামে এক উদ্যোগ নিয়েছেন যাতে নগরবাসীর কাছে প্রস্তাব চাওয়া হবে যে এই ডেভিডের মূর্তিকে পোশাক পরানো যায় কিনা।
এর পর আগামী ১৬ থেকে ২৩শে আগস্ট পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ হবে। ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ডেভিড নগ্ন থাকবে নাকি পোশাক পরবে।