বলিউডে ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাপক খোলামেলা ও রগরগে দৃশ্যে কাজ করে নিজের একটি শক্ত সেক্সসিম্বল ইমেজ তৈরি করেছেন সানি লিওন।
এ ইমেজেই এখন পর্যন্ত সব কটি ছবিতে উপস্থাপিত হয়েছেন এ অভিনেত্রী। শুধু তাই নয়, অনেক ছবিতে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়ে বিতর্কের মুখেও পড়েছেন সাবেক এ পর্নো তারকা। তবে এবার সানির ভিন্নরূপ দেখতে পাবেন দর্শক। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সানি এবার সেক্সসিম্বল ইমেজ ভেঙে নতুন ইমেজে নিজেকে উপস্থাপন করেছেন ‘বেঈমান লাভ’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন রাজিব চৌধুরী। এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের আগস্টের ৫ তারিখ। আর এ ছবিতে প্রথমবারের মতো সেক্সসিম্বল ইমেজের বাইরের চরিত্রে অভিনয় করেছেন সানি। এ মিউজিক্যাল-রোমান্টিক ছবির কাহিনী গড়ে উঠেছে চলতি সময়ের ভালোবাসা ও সম্পর্ককে উপজীব্য করে। সানি এখানে অভিনয় করেছেন একজন শক্ত মানসিকতার নারী চরিত্রে, যে কিনা সব বাধা উপেক্ষা করে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চান। সানি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রানজিশ দুগ্গাল, ড্যানিয়াল ওয়েবার, রাজিব বার্মা প্রমুখ। এরই মধ্যে ছবিটি দর্শকের মধ্যে বেশ আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে।
ছবিটি প্রসঙ্গে সানি লিওন বলেন, এটা আমার জন্য একটি বিশেষ ছবি। কারণ, এ প্রথম আমাকে নতুন ইমেজে দেখা যাবে এ ছবিতে। এখানে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছি আমি। নিজের শতভাগ দিয়েই কাজ করেছি। সব মিলিয়ে ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।