তৃনমূলের ত্যাগী নেতা কর্মীরাই হলো জেলা আওয়ামীলীগের প্রান। তাই তৃনমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে কক্সাবাজরে জেলা আওয়ামীলীগকে একটি শক্তিশালী আদর্শিক সংগঠনে পরিনত করার ঘোষনা দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভপতি এডঃ সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। মঙ্গলবার কক্সবাজার পৌর আওয়ামীলীগের উদ্যেগে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষনা দেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভপতি এডঃ সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানকে মঙ্গলবার বিকেল ৩ টায় শহরের শহীদ দৌলত ময়দানে গণ সংবর্ধনা দেয় কক্সাবাজার পৌর আওয়ামীলীগ। গণ সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজার শহরের বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন কক্সবাজার পৌর আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। হাজার হাজার নেতাকর্মীর পদচারনায় ভরে উঠে শহীদ দৌলত ময়দান সহ আশপাশের এলাকা। এসময় বিভিন্ন দেশাত্ববোধক গান ও নৃত্যের তালেতালে ফুলে ফুলে সিক্ত হন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।
কক্সাবাজার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ চৌধূরী। এসময় তিনি কক্সবাজারের জেলা আওয়ামীলীগের নতুন সভাপতি হিসেবে এডঃ সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদক হিসেবে মুজিবুর রহমান চেয়ারম্যানকে নির্বাচিত করায় কক্সবাজারবাসীর পক্ষথেকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গণ সংবর্ধনা সভায় সংবর্ধিত জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা বলেন, কক্সাবাজার জেলা আওয়ামীলীগকে একটি শক্তিশালী আদর্শিক সংগঠনে পরিনত করা হবে। কক্সবাজারের সার্বিক উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে জেলা আওয়ামীলীগ।
সংর্বধনার জবাবে কক্সবাজার জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেন, কক্সবাজারে আওয়ামীলীগ প্রান হলো দলের ত্যাগী নেতা কর্মীরা। তাই দলের জন্য ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে।
বর্তমান আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করার জন্য দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান জেলা আওয়ামীলীগের নতুন সভাপতি সাধারন সম্পাদক।
এই গণ সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন, জেলা আওয়ামীলীগ নেতা এডঃ ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন মাহমুদুল হক চৌধূরী, জেলা আওয়ামীলীগ নেতা মাহাবুবুর আলম মুকুল, এডঃ রন্জিত দাশ, ইন্জিনিয়ার বদিউল আলম, মহসিন বাবুল , কৃষকলীগের কেন্দ্রীয় সাঙ্গঠনিক সম্পাদক রেজাউল করিম, কক্সাবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, তাতীলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাধনা দাশ গুপ্ত, মহিলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক হামিদা তাহের, ফিরোজা আমজাদ বুলবুল, যুব মহিলালীগ নেত্রী আয়েশা সিরাজ।
পৌর আওয়ামীলীগ নেতা এবি সিদ্দিকি খোকনের সঞ্চালনায় গণ সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক উজ্জ্বল কর। সভায় পৌর আওয়ামীলীগের পক্ষে বক্তব্য রাখেন হাজী এনামুল হক, এডঃ অরুপ বড়–য়া তপু, এডঃ বাবুল দাশ, এ কে নজরুল ইসলাম, নাজমূল হোসেন নাজিম, ডাঃ পরিমল দাশ, সেলিম উল্লাহ, কাজী মোরশেদ আহম্মদ বাবু, সালাউদ্দিন সেতু, নাসির উদ্দিন, শুভ দত্ত বড়–য়া, সেলিম নেওয়াজ, নাজিম উদ্দিন, নুরুল আলম পেটান, রিদুয়ান আলী, সাহেদ আলী, মিজানুর রহমান, ইউসুফ বাবুল, মীর কাশেম কন্ট্রাকটার, হাসান মেহেদী রহামন, জিয়া উল্লাহ চৌং, ওসমান গনি টুলু, আবুল কালাম, শাহেনা আক্তার পাখি, মো: সাউফুদ্দিন, হিল্লোল দাশ, শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসেন তানিম, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আতিক উল্লাহ চৌং, সাঃ সম্পাদক আহম্মেদ উল্লাহ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, সাঃ সাম্পাদক আজিমুল হক, ৩নং নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিক মাহামুদ, সাঃ সম্পাদক জানে আলম পুতু, ৪ নং নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ৫ নং নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাঃ সম্পাদক তাজ উদ্দিন তাজু, ৬ নং নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী ও সাধারন সম্পাদক হাবিব উল্লাহ, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, সাঃ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলাল দাশ, সাঃ সম্পাদক জামশেদ আলী জনি, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাঃ সম্পাদক মেজবাহ উদ্দিন কবির, ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাঃ সম্পাদক দিপক দাশ, সাংগঠনি সম্পাদক রুবেল, ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক আহম্মেদ মুন্না, সাঃ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের আমিনুল ইসলাম, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, সাঃ সম্পাদক মোঃ ইলিয়াছ, গিয়াস উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরোয়ার আলম চৌং, সাঃ সম্পাদক নাজিম উদ্দিন, তাতীলীগ নেতা তাজউদ্দিন সিকদার তাজমহল, শিল্পাঞ্চল আওয়ামীলীগের সভাপতি কাশেম আলী, সাঃ সম্পাদক নুর মোহাম্মদ সেলিম, আবদুল মালেক, জাহাঙ্গীর আলম, মনজুর আলম, আমিনুল হক, জয়নাল আবেদিন প্রমুখ।