টেকনাফে নাফনদী বেড়ীবাঁধের ৩ নং সুইচ গেইট এলাকায় ব্যাপক ভাঙ্গন ধরেছে। ভাঙ্গন এলাকা দিয়ে জোয়ারের পানি ঢুকে হাজারো একর চিংড়িঘের, ফসলী জমি, লবণ মাঠ ও বসতঘর তলিয়ে যাচেছ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ভাঙ্গা বেড়ীবাঁধ মেরামতের পদক্ষেপ নিচেছনা বলে অভিযোগ উপকূলবাসীর।
জানাযায়, গত ২-৩ মাস আগে হঠাৎ করে টেকনাফের নাফনদী বেড়ীবাঁধের ৩নং সুইচ গেইট এলাকায় ভাঙ্গন ধরে পানি ডুকছে। এ ভাঙ্গনটি বর্তমানে ৬০ থেকে ৭০ মিটার লম্বা বিরাট আকার ধারন করছে। এর ফলে টেকনাফ ও সাবরাং নাফনদী উপকূলের চিংড়ীঘের, ফসলী জমি, লবন মাঠ ও বসত বাড়িতে পানি ডুকছে।
বিশেষ করে টেকনাফ পৌর এলাকার জালিয়া পাড়া, খানকার পাড়া, নাজির পাড়া, মৌলভী পাড়া, সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া, মগপাড়া, পেন্ডল পাড়া, বাজার পাড়া, লেজির পাড়া ও ঝিনা পাড়া। এ সব এলাকার বসত ভিটার পাশের সুপারি সহ বিভিন্ন প্রকার গাছের বাগান লোনা পানির প্রভাবে নষ্ট হওয়ার আশংকা রয়েছে। গত কয়েক বছর আগে ভাঙ্গা বাঁধের কারনে অসংখ্য কৃষক ধান ও লবন চাষ করতে পারেনি। ফলে খাদ্যাভাব ও অর্থ সংকট দেখা দিয়েছিল বলে জানা গেছে।
গত কয়েকদিন ধরে আমাবশ্যার জোয়ারে টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে নাফনদী বেড়ীবাঁধ ভাঙ্গা অংশ দিয়ে জোয়ারের পানি হু হু করে ঢুকে পড়েছে। এ জোয়ারে চিংড়ীঘের, ফসলী ও লবন মাঠ পানিতে তলিয়ে যায়। তবে জরুরী ভিত্তিতে ভাঙ্গা বেড়ীবাঁধ মেরামত করা না হলে বর্ষা মৌসুমে আতংকের মধ্যে দিন কাটাতে হবে বলে জানায় এলাকাবাসী।
টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার মোঃ ইসমাইল জানান, প্রায় দুই বছর পর আবারো নাফনদীর বাঁধ ভেঙ্গে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। বেড়ীবাঁধ ভাঙ্গন দিয়ে পানি ঢুকে টেকনাফ ও সাবরাং এর বিশাল লবনের মাঠ পানিতে ডুবে যায়। ফলে এ সময়ে লবন চাষ করা সম্ভব হচেছ না। এ অবস্থা বিরাজমান থাকলে অনেক টাকায় মেরামত করা ঘের ও চাষাবাদের জমির মালিকরা ব্যাপক ক্ষতির সম্মূখিন হতে হবে। তাই জরুরী ভিত্তিতে ভাঙ্গাবাঁধ মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তড়িত হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের টেকনাফের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দীন জানান, হঠাৎ করে টেকনাফ নাফনদী বেড়ীবাঁধের ৩নং সুইচ গেইট এলাকায় ৬০ থেকে ৭০ মিটার ভাঙ্গন ধরেছে। এ ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করছে। তবে জরুরী ভিত্তিতে ভাঙ্গন মেরামতের জন্য উদ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে শীঘ্রই মেরামত করার ব্যবস্থা নেওয়া হচেছ বলে জানিয়েছেন তিনি।