গ্রুপপর্বে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ডকে হারিয়ে আকাশে উড়ছিল নামিবিয়া। মঙ্গলবার তাদের মাটিতে নামিয়ে এনেছে স্বাগতিক বাংলাদেশ। নামিবিয়াকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের তরুণদের এমন জয়ের দিনে বল হাতে দুর্দান্ত এক রেকর্ডও গড়েছেন স্বাগতিক অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দল টসে জিতে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় নামিবিয়াকে। ব্যাটিংয়ে নেমে ৩২ ওভার ২ বলেই গুটিয়ে যায় নামিবিয়া দল। সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৬৫ রান।
৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল প্রথম ওভারেই উইকেট হারায়। পিনাক ঘোষ এই ম্যাচেও ০ রানে ফিরে যান সাজঘরে। কটজির বলে ক্যাচ তুলে দেন তিনি। তারপর সাইফ হাসান কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলে তিনিও কটজির বলেই ক্যাচ তুলে দিয়ে ফিরে যান। তবে তৃতীয় উইকেটে জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও জয়রাজ শেখ। তারা দুজনে ৪৮ রানের ইনিংস খেলে। তাদের ব্যাটিংয়ে ভর করেই বাংলাদেশ দল জয়ের শিখরে পৌঁছে যায়। বাংলাদেশ দল ২ উইকেট হারিয়ে ১৬ ওভারেই তাদের নির্ধারিত ৬৬ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
নামিবিয়ার হয়ে দুটি উইকেটই নিয়েছেন ফ্রিটজ কটজি।
বাংলাদেশ ও নামিবিয়া দুই দলই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেপালের। আর যারা রানার্সআপ হবে তারা মুখোমুখি হবে ভারতের।
এই ম্যাচে জয়ের ফলে পরের রাউন্ডে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
নামিবিয়া : ৬৫, ৩২.৫ ওভার (নিকো ডেভিন ১৯, জেন গ্রিন ১৭, ফ্রিটজ কটজি ২/২০)
বাংলাদেশ : ৬৬/২, ১৬ ওভার (জয়রাজ শেখ ৩৪, নাজমুল হোসেন শান্ত ১৪, সালেহ আহমেদ শাওন ২/১০, মেহেদি হাসান মিরাজ ২/১২, আরিফুল ইসলাম ২/৯)