মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর আপিলের ওপর আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। নিজামীর খালাস বা লঘু দণ্ডের আশা করছে আসামিপক্ষ। মৃত্যুদণ্ড বহাল থাকার পক্ষে যুক্তি দিয়েছেন এটর্নি জেনারেল।
মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ করার কথা জানান তিনি। আপিল বিভাগের নির্ধারিত সময়ে গত বছরের ৮ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মতিউর রহমান নিজামীর মামলায় আপিলের উপর উভয়পক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে।
রায় ঘোষণার দিন ৬ জানুয়ারি ঠিক করেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ। আসামিকে দেয়া দণ্ডের বিষয়ে রায়ে কী আশা করেন সে সম্পর্কে জানায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ।
ট্রাইব্যুনালের রায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলে সাজা কমিয়ে আপিল বিভাগ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান জানান এটর্নি জেনারেল।
জামায়াতের আরেক নেতা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিল শুনানির তারিখ নির্ধারণের ওপর আগামীকাল আদেশ দিতে পারেন আপিল বিভাগ।