কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার মাঝেরজুরা এলাকায় তিনটি স্পটে মাদকের আসর বসিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করছে ২০ মাদক ব্যবসায়ী। প্রকাশ্যে দিনে-রাতে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি হচ্ছে অবাধে। মাদকের এসব আসরকে কেন্দ্র করে নানা ঘটনাও ঘটছে সেখানে। যার কারণে এলাকাবাসী ক্ষুব্দ হয়ে পড়েছেন। আর এসব ঘটনায় প্রশাসন সম্পূর্ণ নিরবতা পালন করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী অভিযোগ করে জানান, শহরের উত্তর নুনিয়াছড়ার মাঝেরজুরা এলাকায় তিনটি স্পটে বার্মাইয়া আচুনী, শফিক, সরওয়ার, বার্মাইয়্যা লেইঙ্গা সহ ২০ জনের একটি দল প্রকাশ্যে মাদক বিক্রির সাথে জড়িত। ওই এলাকায় স্থানীয় ফরিদ হাজীর কলোনী, বার্মাইয়্যা লেইঙ্গার দোকানসহ তিনটি স্পটে প্রকাশ্যে দিনে-রাতে বসে মাদকের আসরও। জুয়ার আসরও বসে সেখানে নিয়মিত। ওইসব আসর জমিয়ে রাখে এলাকার বিভিন্ন অপরাধীরা। এসব আসরে নিয়মিত আসা-যাওয়া করেন আইনশৃংখলা বাহিনীর কতিপয় সদস্য। ভ্রাম্যমান আদালতের অভিযান এবং অন্যান্য অভিযানে এসব মাদক ব্যবসায়ীদের কয়েকজন বিভিন্ন সময়ে আটক হলেও তারা কয়েকদিনের ব্যবধানে ফের বেরিয়ে আবারো মাদকের এসব স্পট পরিচালনা করে। স্থানীয়রা আরো জানান, মাদক স¤্রাজ্ঞি আচুনী, শফিক সহ বেশ কয়েকজন মাদকসহ বেশ কয়েকবার আটক হন। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী তাদের ছাড়িয়ে নিয়ে আসেন। এমনকি কয়েকদিন আগে কোষ্টগার্ডের সদস্যরা ওই আসরে অভিযান চালিয়ে মাদকসহ কয়েকজনকে আটক করে। কিন্তু কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেয়া হয়।