ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা করাসহ ১৫ দাবিতে সারা দেশে নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে নদীপথে পণ্য ও যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে পণ্য সরবরাহও বন্ধ আছে। তবে শ্রমিকদের দাবিকে অযৌক্তিক বলছে মালিকপক্ষ। আর দুই পক্ষে সমঝোতার চেষ্টা করছে সরকার।
বুধবার মধ্যরাত থেকেই নদী পথে চলছে না নৌ যান। ঘাটে নিয়ে বিপাকে যাত্রীরা। কখন ছাড়বে লঞ্চ, সে অপেক্ষায় সেখানেই অবস্থান করছেন কেউ কেউ।
এই দাবিতে জানুয়ারিতেও এক দফা ধর্মঘট করেছিল নৌযান শ্রমিকদের আটটি সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। তখন, নৌমন্ত্রীর আশ্বাসে একমাসের জন্য কর্মসূচি স্থগিত করে তারা। কিন্তু তিন মাসেও দাবি পূরণে অগ্রগতি না দেখে আবারও কর্মবিরতিতে শ্রমিকরা।
নূন্যতম মজুরির বিষয়ে শ্রমিকদের দাবিকে অযৌক্তিক বলছে নৌযান মালিকদের জোট। তবে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তারা।
শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের ১৬টি ঘাটে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে মংলা বন্দরে।