ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ লঙ্ঘন করে অনুষ্ঠান সম্প্রচার করায় পাঁচ বেসরকারি টিভি চ্যানেলকে আইনি নোটিশ পাঠিয়েছেন ড. শাহদীন মালিক। নোটিশে ৫টি টিভি চ্যানেল ছাড়াও তথ্য সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তা না হলে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা ছাড়াও টিভি নাটকে ধূমপানের দৃশ্য প্রদর্শনের ফলে সৃষ্ট ক্ষতির সমপরিমাণ খরচ ও ক্ষতিপূরণ দাবি করা হবে। এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, বাংলাভিশন ও মাছরাঙা টিভিকে এই নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে- আইন অনুযায়ী টিভি নাটক এবং টিভিতে প্রচারিত অন্য কোনও অনুষ্ঠানে ধূমপান বা তামাক সেবনের দৃশ্য প্রদর্শন বা বর্ণনা করা নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করে টিভি চ্যানেলগুলো ধূমপানের দৃশ্য প্রদর্শন করেছে। এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ বিষয়টি তথ্য মন্ত্রণালয়কে অবহিত করার প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় সব টিভি চ্যানেলকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ প্রতিপালন করে অনুষ্ঠান সম্প্রচারের জন্য অনুরোধ জানায়। কিন্তু গত ১৭ জুলাই, ২০১৫ থেকে ২৪ জুলাই ২০১৫ পর্যন্ত এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ কর্তৃক বাংলাদেশে সম্প্রচারিত কয়েকটি জনপ্রিয় টিভি চ্যানেলে ঈদ উল ফিতর উপলক্ষে প্রচারিত নাটক পর্যবেক্ষণে দেখা যায়- তথ্য মন্ত্রণালয়ের অনুরোধ সত্ত্বেও ৫টি টিভি চ্যানেল আইন অমান্য করে পুনরায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন করেছে। এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ ওই বিষয়টি তথ্য মন্ত্রণালয়ে অবহিত করে এবং তা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানায়। এর প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় ওই চ্যানেলগুলোকে আইন ভঙ্গ করে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন বিষয়ে বক্তব্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানায়। এনভায়রনমেন্ট কাউন্সিল বাংলাদেশ দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর, ২০১৫ থেকে ১ অক্টোবর, ২০১৫ পর্যন্ত চ্যানেলগুলোতে ঈদ উল আজহা উপলক্ষে প্রচারিত নাটকগুলো আবারও পর্যবেক্ষণ করে দেখতে পায় ওই ৫টি চ্যানেলেই আইন অমান্য করে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন অব্যাহত রয়েছে।