আত্মহত্যার অধিকার কি শুধু মানুষেরই রয়েছে! যখন খুশি সে-ই শুধু নিজের ইচ্ছায় মরতে পারে? একেবারে নয়। ভারতের আসামে নাকি এমন একটি জায়গা রয়েছে যেখানে সারা দেশের নানান পাখিরা আসে আত্মহত্যা করতে! জায়গাটির নাম যাতিঙ্গা।
রীতিমতো চমকে যাওয়ার মতো ঘটনা। পাখিরা এ জায়গাটিতে আত্মহত্যা করতে আসে ঝাঁকে ঝাঁকে। নিয়ম মেনে প্রতি বছরই এ কাজ করে তারা। দীর্ঘদিন ধরেই নাকি কাজটি করে যাচ্চে পাখিরা। এ অঞ্চেল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের সন্ধ্যার দিকে দূর-দূরান্তের পাখিরা চলে আসে। প্রায় নির্দিষ্ট দেড় কিলোমিটার জায়গা জুড়ে তারা উপর থেকে টপাটপ করে মরে পড়তে থাকে। গ্রামবাসীদের বিশ্বাস, ঈশ্বরের কাছে নিজেদের উত্সর্গ করতেই পাখিরা আসে যাতিঙ্গায়!
যদিও এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন এমন অদ্ভূত ঘটনার। যদিও এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।