এক প্রকার পানির দামেই আরো একটি অ্যানড্রয়েড ফোন বাজারে ছাড়লো আসুস। ফোনটির মডেল জেনফোন গো। জেনফোন সিরিজের নতুন এই ফোনটির মূল্য ভারতের বাজারে ৫ হাজার ২৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় ফোনটির মূল্য ৬ হাজার ২৬৭ টাকা।
থ্রিজি নেটওয়ার্ক সমর্থনকারী এই ফোনটিতে আছে সাড়ে চার ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৪৮০×৮৫৪ পিক্সেল।
জেনফোন গো ফোনটির প্রসেসর ১.৩ গিগাহার্টজের মিডিয়াটেকের কোয়াড কোর। র্যাম ১ জিবি। বিল্টইন মেমোরি আছে ৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
জোনফোন গোর ব্যাটারি ১৬০০ মিলিঅ্যাম্পায়ার। অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেলের।