টানা দুই ম্যাচ সোনার হাঁস মারার পর সর্বশেষ ম্যাচেও বিশেষ কিছু করে দেখাতে পারলেন না সাকিব আল হাসান। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে আট নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে মাত্র ৯ রান তুলতে সমর্থ হন সাকিব।
আর রোববারের এ ম্যাচে তার দল হেরেছে ১৭ রানে।
রোববার রাতের ম্যাচে সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওন্যাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগহ গড়ে সেন্ট লুসিয়া। জনসন চার্লসের সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ১১.২ ওভার স্থায়ী ১০৪ রানের জুটি উড়ন্ত সূচনা এনে দেয় সেন্ট লুসিয়াকে। এই জুটিতে চার্লসের অবদান ৬৪ রান। তার ৩৫ বলের ঝড়ো ইনিংস ৯টি চার ও দুটি ছক্কায় গড়া। ফ্লেচার ৫৪ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় খেলেন ৭০ রানের আরেকটি আক্রমণাত্মক ইনিংস। শেষের দিকে ৫টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৪২ রানের বিধ্বংসী ইনিংসে সেন্ট লুসিয়াকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান শেন ওয়াটসন।
জবাবে ৬ উইকেটে ১৭৭ রান করে জ্যামাইকা। এদিন ঝড় তুলেই ফিরে যান ক্রিস গেইল (৩০), কুমার সাঙ্গাকারা (২৪), আন্দ্রে রাসেল (২১)। জ্যামাইকার কোনো ব্যাটসম্যান নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। তেমন কোনো জুটিও গড়তে পারেনি দলটি। সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়ে উঠে গেইল ও চ্যাডউইক ওয়ালটনের মধ্যে।
সাকিব যখন ক্রিজে আসেন তখনও সম্ভাবনা বেঁচে ছিল তার দলের, ২১ বলে প্রয়োজন ছিল ৪৯ রান। কিন্তু ব্যাট হাতে কাঙ্ক্ষিত ঝড় তুলতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ৯ বলে ৯ রান নিয়ে থমকে যায় সাকিবের ইনিংস।
এদিকে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে টানা দুই ম্যাচে হারলেও সরাসরি ফাইনাল নিশ্চিতের সুযোগ থাকছে সাকিব-গেইলদের সামনে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম প্লে-অফ নিশ্চিত করেছে জ্যামাইকা তালাওয়াস। প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরদিন একই সময়ে দ্বিতীয় প্লে-অফে ত্রিনিবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সেন্ট লুসিয়া। জয়ী দল তৃতীয় প্লে-ফফে প্রথম প্লে-অফের পরাজিতদের চ্যালেঞ্জ জানাবে। যেখানে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট।