পায়ুপথে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের টেকনাফে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কিশোরীসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে টেকনাফের হাবিরছড়া বিজিবি চেকপোস্টে কক্সবাজারগামী একটি যাত্রীবাস তল্লাশিকালে অসংলগ্ন কথা বলায় এ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোহাম্মদ সেলিমের কন্যা সালমা আকতার (১৪) আর ঢাকার ডেমরা এলাকার আবদুস সালামের ছেলে বিল্লাল হোসেন (৪১)।
বিজিবির টেকনাফস্থ ২ নং ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, তাদের জিজ্ঞাসাবাদে বিশেষ কায়দায় খেয়ে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। আটকের পর পায়খানা করিয়ে তাদের পেট থেকে প্রায় আড়াই হাজার ইয়াবা বের করে। এর মধ্যে সালমা নামে কিশোরীর পেট থেকে এক হাজার ও বিল্লাল নামের অপর এক ব্যক্তির পেট থেকে দেড় হাজার ইয়াবা বের করা হয়।
তিনি আরো জানান, বিজিবির ইয়াবা উদ্ধারের ঘটনায় এটা অভিনব পন্থা। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। আগেও একাধিকবার এভাবে নিষিদ্ধ এই ট্যাবলেট পাচারের কথা বিল্লাল স্বীকার করেছেন বলে জানান বিজিবির অধিনায়ক।