পুলিশে ৫০ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত : প্রধানমন্ত্রী
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
২৬৬
বার পড়া হয়েছে
পুলিশ বাহিনীতে আরও ৫০ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে ২৭৭টি ক্যাডার পদসহ ১৩ হাজার ৫৫৮টি পদে পুলিশ সদস্যদের নিয়োগ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই পুলিশের লোকবল আরো বৃদ্ধি করা হবে, যাতে পুলিশ বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। ইতিমধ্যে পুলিশে ৫০ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন রোধে পুলিশ বড় ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী বড় অবদান রাখছে। তারা জীবন বাজি রেখে দেশের মানুষের জান-মালের নিরাপত্তা দিচ্ছে।
বিপন্ন মানুষকে সহযোগিতা করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পুলিশকে অসহায় মানুষের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে। যাতে মানুষ পুলিশের উপর ভরসা পায়।
গত বছর বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের সময় পুলিশ যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, তার প্রশংসা করে পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।