এস.এম.ছগির আহমদ আজগরী, পেকুয়া থেকে :
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে তা নিয়ে জনমনে বিভ্রান্তির শেষ কোথায় তা নিয়ে নেতা-কর্মীসহ সকলের মাঝে প্রশ্র দেখা দিয়েছে। যা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে। এছাড়া স্থানীয় ক্ষমতাসীন সরকারীদল আ’লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও দ্রুত পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির বিরোধ ঘটনার নিষ্পত্তির জোরালো দাবী জানিয়েছেন। জানা যায়, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি ছাদেকুর রহমান ওয়ারেচীর মৃত্যুর পর অনুষ্টিত দলের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজী। সম্প্রতি কয়েক মাস পূর্বে আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজী নিখোঁজ হয়ে তার লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনা সংঘঠিত হয়। এতে নীতি নির্ধারক সভাপতি নেতৃত্ব শুন্য হয়ে পড়ে পেকুয়া উপজেলা আওয়ামীলীগ। একপর্যায়ে পেকুয়া উপজেলা আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম সংগঠনের বিভিন্ন কার্যক্রম কর্মকান্ডে দলের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার আজমগীর চৌধুরী এম.এ’কে ভারপ্রাপ্ত সভাপতি দেখিয়ে আসা শুরু করলে পেকুয়া উপজেলা আ’লীগের বিরাট একটি অংশ ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নীতি নির্ধারক নেতাকর্মীরা বিষয়টি মানতে অপারগতা জানিয়ে জড়িয়ে পড়েন বিবৃতি পাল্টা বিবৃতি যূদ্ধ বিতর্কে। এক সময় এ বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য দায়িত্ব গ্রহন করেন জেলা আ’লীগ। এনিয়ে জেলা আ’লীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন ছাড়াও পর্যবেক্ষন মনিটরিংয়ে নামে একাধিক টিম। সর্বশেষ গত ১৩জানুয়ারী অনুষ্টিত জেলা আ’লীগের মুলতবী সভায় পেকুয়া সদর ইউপি’র ৩-৩বার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসংষ্কারক ও রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা জননেতা এডভোকেট মোঃ কামাল হোসাইনকে পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের ভার অর্পন করে। পরদিন জেলার একাধিক দৈনিক পত্রিকায় বিষয়টির ফলাও প্রচারও হয়। আর এতে সন্তোষ ও সাধুবাদ জানিয়ে পেকুয়ার ইউএনও ওসি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও শাসকদল আ’লীগের স্থানীয় নেতাকর্র্মীদের মাঝে দেখা দেয় স্বস্তি। কিন্তু, জেলার এ সিদ্ধান্ত ঘোষনাকে অমান্য ও পাশ কাটিয়ে পেকুয়া উপজেলা আ’লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও তার অনুসারীরা মাষ্টার আজমগীর চৌধুরীকেই ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে প্রচার ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখেন। এমনকি, গত ১৭জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতূমন্ত্রী কে›ন্দ্র আ’লীগের অন্যতম নীতি নির্ধারক জননেতা ওবায়দুল কাদের এম.পি পেকুয়া সফরকালে জেলা আওয়ামীলীগের মনোনীত পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট এম. কামাল হোছাইন সার্বক্ষনিক উপস্থিত অংশগ্রহন থাকা স্বত্বেও জেলা আ’লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জাফর আলম বিএ(অনার্স)এম.এ’র উপস্থিতিতে তার অনুসারী হিসাবে পরিচিত পেকুয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেমের পক্ষ থেকে গণমাধ্যমে মাষ্টার আজমগীর চৌধুরী এম.এ’কেই ভারপ্রাপ্ত সভাপতি দেখিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হয়। পরদিন, বিষয়টি পত্র পত্রিকায় প্রকাশিত হলে পেকুয়া উপজেলা আ’লীগের প্রকৃত ভারপ্রাপ্ত সভাপতি কে? এমন প্রশ্নের বিরোধ বিতর্কটি হয়ে উঠে তীব্র থেকে তীব্রতর। যা নিয়ে সর্বত্র দেখা দেয় নতুন করে বিভ্রান্তি, সংকট ও অসৌজন্যতা প্রদর্শনের প্রতিযোগিতা। এনিয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য সমাজ সংষ্কারক ও প্রবীন রাজনীতিবীদ এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসাবে এডভোকেট এম. কামাল হোসাইন যেমন ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ফিটেড। তেমনি পরিচ্ছন্ন রাজনীতিক ও শিক্ষানূরাগী হিসাবে পরিচিত মাষ্টার আজমগীর চৌধুরী এম.এ সাহেবও পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদের গ্রহনযোগ্য ব্যক্তিত্ব। কিন্তু এ দু’জনকে নিয়ে খোদ শাসকদলের নেতৃত্বে চরম মতবিরোধ টানাপোড়ন ও কাঁদাছুড়াছুড়ির ঘটনা বেদনাদায়ক ও লজ্জ্বার বিষয় হয়ে দাড়ানোয় দু’জনের মাঝে নতুন করে দেখা দিয়েছে মর্যাদা ও আত্মসম্মানের লড়াই। যার দ্রুত অবসান প্রয়োজন। অন্যদিকে, পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে? এড. কামাল হোসাইন না কি মাষ্টার আজমগীর চৌধুরী এ বিতর্কের অবসান দ্বন্ধে বিভ্রান্তির শিকারের মুখোমুখী হয়ে পড়েছেন স্থানীয় সংবাদকর্মীরাও। তারা পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিচয়ের প্রচারনা নিয়ে চরম অস্বস্তি ও সংকটে ভুগছেন। এমনকি পেকুয়ার প্রশাসনের লোকজন থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে এ নিয়ে দারুন বিরোধ বিভ্রান্তি। এ প্রসঙ্গে জানতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সালাহউদ্দিন আহমদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, চলতি জানুয়ারী মাসের গত ১৩জানুরারী অনুষ্টিত জেলা কমিটির মুলতবি বর্ধিত সভায় এডভোকেট কামাল হোসাইন সাহেবকে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালনের সিদ্ধান্ত জানিয়ে পত্র পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে এ বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। যা নিয়ে আর কোন কথা বা প্রশ্ন তোলার অবকাশ নেই। তবুও পেকুয়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন নিয়ে এডভোকেট কামাল হোসাইন ও মাষ্টার আজমগীর চৌধুরীকে নিয়ে মতবিরোধ সংকটের জরুরী অবসান রয়েছে জানিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও অন্যান্য সকল মহল নীতি নির্ধারক মহলের সু’দৃষ্টি পদক্ষেপ কামনা করেছেন। এদিকে, প্রচার প্রচারনার মাধ্যমে সর্বসাধারনের কাছে বিষয়টি খোলাসা করে দেয়ার জন্য পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা জেলা ও উপজেলা আওয়ামীলীগের বর্তমান নীতি নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।