পেকুয়ার চাঞ্চল্যকর জাফর হত্যা মামলার আসামি গ্রেফতার করা হয়েছে।জানা যায় পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী গ্রামের বটতলিয়া পাড়ার বাসিন্দা জাফর আলম (৫৫) কে ১৭ ই অক্টোবর দিবাগত রাতে ফোন করে নিয়ে গিয়ে হত্যা করে লাশ পরিত্যক্ত পুকুরে ফেলে দেয় সন্ত্রাসীরা।পরদিন শুক্রবার আনুমানিক ১২টার সময় পরিত্যক্ত পুকুর থেকে পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেন।পরে নিহতের বড় ছেলে তারেক বাদি হয়ে ৫জন অজ্ঞাতনামা আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন।এর পর সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলা সিআইডি তে হস্তান্তর করা হয়।এর পর সিআইডি পুলিশ কল লিস্ট ধরে পেকুয়া বাইম্যাখালীর কালুকে গ্রেফতার করে।এরপর মঙ্গলবার গোপণ সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা পুলিশ আরেক আসামি গোয়াখালীর ইসমাইলের পুত্র নুরুল হক (২৭)কে পেকুয়া বাজার থেকে গ্রেফতার করে।এই বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়া মো.মুস্তাফিজ ভুইয়া গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।উল্লেখ্য যে,নুরুল হক জাফর হত্যা মামলার প্রধান হোতা পলাতক গিয়াসউদ্দিনের অন্যতম সহচর ছিলেন বলে নিহতের পরিবারের দাবি।