পেকুয়ায় নছিমন-করিমন গাড়ির ধাক্কায় আফরিয়া সুলতানা জান্নাত হুরি (৪) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় বরইতলি-মগনামা সড়কের কাটাফাঁড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার মগনামা ইউনিয়নর মটকাভাঙ্গা এলাকার মকছুদ আহমদের মেয়ে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, খাদিজা বেগম তার শিশু হুরিকে নিয়ে কাটাফাঁড়ি ব্রিজ এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মগনামাগামী নছিমন করিমন গাড়ি কাটাফাঁড়ি ব্রিজ পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরতর আহত হয়। এরপর আহত অবস্থায় ওই শিশুকে পেকুয়া বাজারের ডা. মুজিবের ক্লিনিক ভর্তি করা হয় । কর্তব্যরত চিকিৎসক এ সময় তাকে মৃত ঘোষণা করেন।
তবে দুর্ঘটনার জন্য দায়ী নছিমন-করিমন ও চালককে আটক করা যায়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।