পেকুয়ায় চার মামলার পলাতক আসামী দুর্ধর্ষ গিয়াস উদ্দিন (৩৪) কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামী গিয়াস উদ্দিন উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকার নুরনবীর ছেলে। পেকুয়া থানার এএসআই নাজির হোসেন একদল পুলিশ নিয়ে বারবাকিয়া ইউনিয়নের আন্নরআলী মাতব্বরপাড়া এলাকায় তার শ্বশূর বাড়ি থেকে গিয়াস উদ্দিনকে ওইদিন গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২টি ডাকাতি, ১টি অস্ত্র ও ১টি পুলিশ এসল্ট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে থানা সুত্র জানিয়েছে। পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুইয়া বলেন, গিয়াস উদ্দিন একজন দুর্ধর্ষ লোক। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে হন্যে হয়ে খুঁজছিল।