স্টাফ করেসপন্ডেন্ট, পেকুয়া ॥
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাত ও সড়ক দূর্ঘটনায় ৫ জন হতাহত হয়েছে। ৩১জুলাই রোববার এঘটনা দু’টি উপজেলার শিলখালী ও বারবাকিয়া ইউনিয়নে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে স্থানীয় দিন মজুর রহিমদাদের স্ত্রী গোল ছেহের বেগম(৪০) নামের এক মহিলা ঘটনাস্থলে নিহত ও তার কিশোরী মেয়ে রিমু আখতার(১৫) গুরুতর আহত হন।
স্থানীয় বারবাকিয়া ইউপি’র সদস্য মোঃ ইউনুচ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মহিলার মর্মান্তিক মৃত্যু ও তার মেয়ে কিশোরী রিমু আখতার গুরুতর আহতের খবর পেয়ে চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসায় চমেক হাসপাতালে রেফার করেন।
অপরদিকে, একইদিন বিকাল ৫টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় লাকড়ি বোঝাই একটি নসিমন গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে নসিমন চালক সহ ৩জন আহত হন। আহতরা হলেন, মোঃ ইমরান(১৮), আবু তৈয়ব(১৭) ও লাকড়ি ব্যবসায়ী মোঃ ইছমাঈল(২০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।