বঙ্গোপসাগরের কুলঘেষা পেকুয়া উপজেলার মগনামা -কুতুবদিয়া চ্যানেল সংগ্লন্ন এলাকাবর্তী উজানটিয়া, মগনামা ও রাজাখালী ইউনিয়নের বিধ্বস্ত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের সংষ্কার পূণঃনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৯ফেব্রুয়ারী শুক্রবার বাদে জুমা এ জনগুরুত্বপূর্ণ প্রকল্প কাজের আনুষ্টানিকভাবে উদ্ভোধন করা হয়। উদ্বোধনকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন। বেড়িবাঁধ সংষ্কার ও পূনঃনির্মান প্রকল্পের উদ্বোধনকালে তিনি বলেন, শুধু চকরিয়া-পেকুয়া, কক্সবাজার নয় সারাদেশের উপকুলীয় অঞ্চলের মাটি ও মানূষকে ঝড়, জলোচ্ছাস তথা প্রাকৃতিক দূর্যোগ ঝুঁকিমুক্ত করতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার ও বিরোধীদল। যার উদাহরন স্বরূপ গতবছরের বন্যায় পেকুয়া উপকুলের বিধ্বস্ত ও ঝুঁকিপূর্ণ রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিস্তির্ণ বেড়িবাঁধ আগামী বর্ষা আসার পূর্বেই দ্রুত সংষ্কার পূনঃনির্মান সম্পন্নে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রনালয় পাউবো’র কক্সবাজার কর্তৃপক্ষ বরাবরে জরুরী ভিত্তিতে পর্যাপ্ত অর্থ ও প্রকল্প বরাদ্ধ দিয়েছেন। জানা যায়, গত বছরের কয়েকদফা বন্যা ও ঘূর্নিঝড় কোমনের প্রভাবে উপজেলার বঙ্গোপসাগর ও কুতুবদিয়া চ্যানেল সংগ্লন্ন ৩গ্রাম রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিস্তির্ণ বেড়িবাঁধ বিধ্বস্ত ও বিলিন হয়ে পড়ে। এতে চরম ঝুঁকি ও দূর্ভোগের মুখোমুখী হয় পেকুয়া উপজেলার ৩ইউনিয়নের মাটি আর মানূষ এবং তাদের জানমাল। স্থানীয় প্রশাসনের বর্তমান জনপ্রতিনিধি ও ইউএনও মোঃ মারুফুর রশিদ খান বিষয়টি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’র দৃষ্টি গোঁচর করে প্রতিকার কামনা করেন। পরে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি তাৎক্ষনিক বিষয়টি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী এবং পাউবো কর্তৃপক্ষের বরাবরে অবহিত করে পর্যাপ্ত বরাদ্ধ পদক্ষেপ দাবী জানান।
এঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক প্রধানমন্ত্রী পানি সম্পদ মন্ত্রী ও সংশ্লিষ্টদের ঘটনাস্থল সরোজমিন পরিদর্শন করে পরিপত্র প্রেরনের আহবান জানান। পরে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দ্দেশে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ইলিয়াছ এম.পি’কে সাথে নিয়ে পানি সম্পদ মন্ত্রী জাপা নেতা ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ ও পাউবোর প্রতিনিধিদল সরোজমিন পরিদর্শন করে দ্রুত পরিপত্র তৈরী করে সরকার প্রধানকে অবহিত করলে মাননীয় প্রধানমন্ত্রী পেকুয়ার উপরোক্ত ৩ইউনিয়নের বিধস্ত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ বর্ষা মৌসূমের আগেই সংষ্কার পূণঃনির্মান কাজ সম্পন্নে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ দেন। উক্ত বরাদ্ধের আওতায় কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ডেমিজ পোল্ডার ৬৪/২ বি প্রকল্প কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন। উক্ত প্রকল্প কাজ শুরুর নির্ধারিত সময় গতকাল এ প্রক্রিয়ার আনুষ্টানিক উদ্বোধনের আয়োজন সম্পন্ন হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফুর রশিদ খান, পাউবো’র কক্সবাজার জেলা অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ শবিবুর রহমান, পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) জিয়া মোঃ মোস্তাফিজ ভুঁইয়া, জেলা আ’লীগ নেতা আলহাজ¦ মুহাম্মদ হোসাইন বিএ, জেলা শ্রমিকলীগ নেতা জহিরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আশরাফুজ্জামান, পাউবো’র শাখা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন ও হুমায়ুন কবির, মগনামা ইউপি চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী, মগনামা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুচ চৌধুরী, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম.মাহাবুব ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.দিদারুল করিম, সাধারণ সম্পাদক অবঃ বিডিআর মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মোঃ আবু শামা শামিম, ফরিদুল আলম, আফতাব উদ্দিন বাবুল, মগনামা ইউপি সদস্য মোক্তার আহমদ, সাহেদুল ইসলাম, সদস্য জাপা নেতা হাজি¦ বদিউল আলম শাহিন, হাজ¦ী জামাল উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, সকিল সাজ্জাদ চৌধুরী, তৌহিদুল ইসলাম তোহা, ছাত্র নেতা মু.আজিজুর রহমান ও ইফতে খাইরুল ইসলাম জুয়েল প্রমূখ।