পেকুয়ায় শাখাবউদ্দীন শেখা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সালাহউদ্দীন প্রকাশ সাল্ল নামের এক ডাকাত কে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। সোমবার (০৮ ফেব্রুয়ারী ২০১৬) রাত ৯ টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী গ্রাম থেকে পেকুয়া থানার এসআই নাজির উদ্দিন এর নেতৃত্বে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সালাহউদ্দীন প্রকাশ সাল্লর নামে ইয়াবা বিক্রি ও সেবন, চুরি ডাকাতিসহ পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।
জানাযায়, সালাহউদ্দীন প্রকাশ সাল্ল সাবেকগুলদী এলাকার চরপাড়া গ্রামের ছোট বাইশশার ছেলে।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি জিয়া মুস্তাফিজ জানান, আমরা তাকে গ্রেপ্তার করেছি, তার বিরুদ্ধে চার্জসিট তৈরী করে জেলহাজতে প্রেরণ করা হবে।