জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে কক্সবাজার জেলার পেকুয়ায় ২৬শ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ১৬ হাজার ৮৮৭ কোটি ৮১ লাখ টাকার ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যার মধ্যে ইজিসিবি লিমিটেডের আওতায় পেকুয়ার বিদ্যুৎ প্রকল্পকে সবচেয়ে বেশি বিদ্যুতায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫১৫ কোটি ৮৫লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
৫১৫ কোটি ৮৫ লাখ টাকার এ প্রকল্পটি ইজিসিবি লিমিটেডের আওতায় কক্সবাজার জেলার পেকুয়ায় ২,৬০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ভুমি অধিগ্রহণ, পুনর্বাসন, ইআইএ এবং সম্ভাব্যতা যাছাই করবে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফাকামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা গেছে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলাকে ব্যাপক উন্নয়নের জন্য বেশ কয়েকটি প্রদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে মহেশখালী-মাতারবাড়িতে বিদ্যুতায়নের কাজ শুরু হয়েছে। পেকুয়ার উজানটিয়ার করিয়াদিয়ায় শুরু হয়েছে গ্যাস লাইন প্রকল্প। এছাড়াও অগ্রাধীকার ভিত্তিতে শুরু হয়েছে বেড়িবাঁধ প্রকল্প, আঞ্চলিক মহাসড়কের কাজসহ নতুন নতুন কালভার্ট ও রাস্তার কাজ। আর গতকালই একনেক সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়াদিয়ায় ২৬শ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করল।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম (বর্তমান চেয়ারম্যান প্রার্থী) বলেন, আমার এলাকায় ২৬শ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের বিষয়টি আমরা বিভিন্ন মিড়িয়ার মাধ্যমে জানতে পেরেছি। এছাড়াও পেকুয়া উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতায় উজানটিয়া ইউনিয়নে আরো কয়েকটি বিশাল আকারের প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এমনকি ইউনিয়ন পরিষদ ভবন হচ্ছে দেখার মতো। যা কক্সবাজার জেলার কোন উপজেলায় আছে বলে আমার মনে হয়না। বিগত অনেক সরকার আসছে কিন্তু উজানটিয়ায় কোন ধরণের উন্নয়নের ছোঁয়া লাগেনি। কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল সরকারের রুপকার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কক্সবাজার জেলাকে উন্নয়নে অন্য জেলা থেকে আলিদা করেছে। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন।