স্টাফ করেসপন্ডেন্ট,শহিদুল ইসলাম হিরু, পেকুয়া :
হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিলি করেছেন কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মো.মারুফুর রশিদ খান।
ঈদ-উল ফিতর সন্নিকটে, কিন্তু নতুন জামা কাপড়ের দেখা মেলেনি অনেক হতদরিদ্র পরিবারে। তাই এমন কিছু পরিবার ঈদের দিন যাতে নতুন জামা কাপড় পড়ে ঈদ আনন্দ করতে পারেন সেই লক্ষ্যে ইউএন ‘ এ উদ্যোগ।
ইউএনও’র ব্যক্তিগত উদ্যেগে শনিবার দুপুরে ২ জুলাই পেকুয়া চৌমুহনী দিদারুল ইসলাম চৌধুরী মার্কেটস্থ কর্মরত সংবাদকর্মীদের কার্যালয় থেকে এসব ঈদ বস্ত্র বিলি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
এ সময় ইউএনও’র পক্ষ থেকে নারীদের জন্য শাড়ি ও পুরুষদের জন্য লুঙ্গি বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলগি সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, জাতীয় শ্রমিক লীগ সভাপতি এইচ.এম নুরুল আবছার, সাংবাদিক এমকে নাজিম উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ হাসেম, সাংবাদিক শাখাওয়াত হোসাইন সুজন, সাংবাদিক গিয়াস উদ্দিন, সাংবাদিক জালাল উদ্দিন, সাংবাদিক মোঃ ফারুক, সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল, সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক জুবাইদ, সাংবাদিক মোঃ ইমরান হোসাইন ও মো.ফোরকান প্রমুখ।
এসময় ইউএনও বলেন, ইচ্ছে থাকলে যে কেউ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।