এসএম.ছগির আহমদ আজগরী, স্টাফ করেসপন্ডেন্ট,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে ধনী দরিদ্র সকল পরিবারের সদস্যদের মাঝে শেখ হাসিনা সরকারের ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন করা হয়েছে।
১জুলাই শুক্রবার বাদে জুমা থেকে ২জুলাই ও ৪জুলাই পৃথক তিন দফায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ¦ মোঃ নুরুল হোসাইন নির্ধারিত টেক অফিসার পিআইও অফিসের প্রকৗশলী মোঃ মাহফুজুর রহমানের উপস্থিতি ও সার্বক্ষনিক তদারকিতে বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ করা হয়।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছর সরকারী ভাবে বিশেষ ভিজিএফ খাদ্যের চাল বরাদ্দ দিয়ে আসছিল। এবারও বর্তমান সরকার গ্রামের জন্য বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ দেন। শিলখালী ইউপি সচিব মোঃ আল আমিন জানিয়েছেন, ঈদ উপলক্ষে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য দু’দফায় প্রায় ৭০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেন।
তিনি জানান, গত ১জুলাই প্রথম দফার বরাদ্দ ছাড়িয়ে পরিষদে আনার পর গ্রামের উল্লেখযোগ্য জনঅধ্যূষিত লোকালয় হিসাবে পরিচিত ৫ ও ৬নং ওয়ার্ডে বসবাসরত প্রতিটি পরিবারের জন্য ২০ কেজি পরিমাণ চাল বিতরণ করা হয়।
পরদিন ২জুলাই শনিবার ২য় দফার বরাদ্ধ ছাড়িয়ে আনার পর বাকি ওয়ার্ডের পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।
সর্বশেষ ৪জুলাই সোমবার শেষ দফায় অতিরিক্ত বরাদ্দের ভিজিএফ চাল খাদ্য গুদাম থেকে ছাড়িয়ে এনে পুনরায় প্রতিটি ওয়ার্ডের ১’শ পরিবারের তালিকা করে বর্তমান সরকারের ঈদ উপহার হিসাবে ধর্ম, বর্ণ, দলমত ও ধনী গরিব সকল পরিবারের মাঝে এ খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়।
সরজমিন দেখা গেছে যে, এবার ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে বরাদ্দ বিশেষ খাদ্য সহায়তার ভিজিএফ চাল গ্রামটিতে বসবাসকারী হিন্দু, মুসলিম, দলমত ও ধনী দরিদ্র পরিবারগুলোর লোকজন স্থানীয় পরিষদ থেকে সংগ্রহে নিতে দেখা গেছে।
এনিয়ে উপকারভোগীদের চোখে মুখে ছিল হাসির ঝিলিক।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক সদ্য অনুষ্টিত ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা মোঃ কাজিউল ইনসান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগ’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বশির আহমদ, শিলখালী ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমদ, যুগ্ম-সম্পাদক মোঃ নুরুল ইসলাম, বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ আবদুল আউয়াল দুলাল, ৭নং ওয়ার্ডের ক্রীড়ানুরাগী মোঃ আবু তাহের , সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যা ফরিদা ইয়াছমিন (১,২ ও ৩নং ওয়ার্ড), মোছাম্মৎ ছেনুয়ারা বেগম পুতু (৪, ৫ ও ৬নং ওয়ার্ড), শাহেনা আক্তার (৭, ৮ ও ৯নং ওয়ার্ড), ১নং ওয়ার্ড মেম্বার মোঃ জামাল হোসাইন জানু , ২নং ওয়ার্ড মেম্বার লুৎফুর রহমান, ৩নং ওয়ার্ডের মেম্বার মৌলভী মোঃ আবদুল মালেক, ৪নং ওয়ার্ডের মোঃ সাহাবউদ্দিন, ৫নং ওয়ার্ডের মোঃ আবু ছিদ্দিক, ৬নং ওয়ার্ডের আহমদ শফি , ৯নং ওয়ার্ডের মোঃ আবদুস ছমদ ও স্থানীয় রাজনেতিক, সামাজিক, সাংষ্কৃতিক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের নেতৃস্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গসহ গ্রাম পুলিশ সদস্যরা।
এদিকে, স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন, অন্যান্য বারের তুলনায় এবার সরকারী সহায়তার ভিজিএফ চাউলের যথেষ্ট বরাদ্দ পাওয়ায় স্থানীয় একাধিক এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রের অনাথদের জন্যও সরকারী এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।