ধাওয়া প্লাটা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হলো চকরিয়া পৌরসভার ভোট গ্রহণ। রোববার সকাল ৮ টায় উৎসবের আমেজে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হলো বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়। তবে সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রোববার সকাল ১১টার দিকে চকরিয়া পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ২ কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান ও শহিদুল ইসলাম ফোরকানের সমর্থিত ভোটারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এতে উভয় পক্ষের অন্তত ১৩জন ভোটার আহত হয়েছে বলে জানা গেছে। এসময় আধা ঘন্টা চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক যোগায়োগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দার জানান, কয়েকটি কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর চৌধুরীর লোকজন ভোটারদের কাছ থেকে মেয়রের ব্যালট কেড়ে নিয়েছে।
তবে আ’লীগ প্রার্থী আলমগীর চৌধুরী জানান অভিযোগটি ভিত্তিহীন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দীন জানান, শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।