মহেশখালী পৌরসভা নির্বাচনে উত্তরঘোনা পাড়া কেন্দ্রে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। অন্তত ৩০ জন গূলিবিদ্ধ হয়েছে।
কেন্দ্রে আধিপাত্য বিস্তার নিয়ে হেশখালী ডিগ্রি কলেজ কেন্দ্রে আওয়ামীলীগের প্রার্থী মকসুদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী সরওয়ার আজম বিএ এর সমর্থকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয় ।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যাপক গুলি বর্ষন করে। সহিংশতার ঘটনায় একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে এখবর নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম জানিয়েছেন একজন নিহত হওয়ার খবর শুনলেও তিনি বিষয়টি নিশ্চিত হতে পারেননি।