ডেস্ক রিপোর্ট,ডেইলি কক্সবাজার ডটকম :
দৈনিক প্রথম আলো ও কালের কন্ঠের সাংবাদিকরা ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে কট (মাসোহারা) নেয় বলে দাবি করেছেন এমপি বদি। ইয়াবা ব্যাবসায়ীদেরর ইন্দনে ঐ দুই পত্রিকার সাংবাদিকেরা তার বিরুদ্ধে সব সময় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে।
টেকনাফে শামলাপুরে বিদেশি নাগরীক ও জঙ্গী নেতা সালাউল সহ ৪ আটকের ঘটনায় সাংবাদিকেরা তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে। মূলত বর্তমান সরকার ও তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ইয়াবা সিন্ডিকেটরা সাংবাদিকদের টাকা দিয়ে ঐ অপপ্রচার চালাচ্ছে।
এমপি বদি দাবি করেছেন, বিদেশি নাগরীক সহ জঙ্গী আটকের খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনা স্থলে তিনি বিজিবিকে ৪ জনকে আটকে সহায়তা করেন। এমপি বদি নিজেই ঐ ৪ জনকে বিজিবির গাড়িতে তুলে দিয়েছেন বলে দাবি করেন।
সংসদ সদস্য আবদুর রহমান বদি দাবি করেছেন, প্রথম আলো , কালের কন্ঠের ২ সাংবাদিক আজ কোটি টাকার মালিক।
কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন স্থানে ঐ ২ সাংবাদিকের অট্টালিকা ও অসংখ্য জমি রয়েছে। তিনি দাবি করেছেন ঐ ২ সাংবাদিক ইয়াবা ব্যাবসাীদের কাছ থেকে মাসিক কট (চাঁদা) নিয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। তিনি ঐ দুই সাংবাদিকের সম্পদের তদন্ত করার দাবি করেন।
সুত্র- সিবিএন/কক্সবাজার সময়