লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন ‘ব্রেক্সিট’ পরবর্তী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আকস্মিকভাবে এ দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
দল থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের তালিকা প্রকাশের মাত্র কয়েক মিনিট আগে জনসনের এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আসে। গত সপ্তাহে যুক্তরাজ্যের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পক্ষ জয়ী হওয়ার প্রেক্ষাপটে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপর ইইউ ত্যাগের পক্ষে জোর প্রচার চালিয়ে আসা বরিস জনসনই পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে বাজিকরদের পছন্দের তালিকায় ছিলেন। বিবিসি।