শিশু শিল্পীদের দিনব্যপি নৃত্য গান, আবৃতি, কৌতুক ও কুইজ প্রতিযোগীতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জাতীয় শিশু কিশোর সংগঠন বাহারছড়া প্রবাল খেলাঘর আসরের বনভোজন।
শুক্রবার সকাল থেকেই কক্সবাজার শহরের কবিতা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা কক্সবাজারে শিশু কিশোরদের বিনোদনের জন্য অচিরেই শিশু পার্ক নির্মাণের দাবির পাশাপাশি সাম্প্রতিক সময়ে অব্যাহত শিশু হত্যা উদ্বেগ প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি আব্দুল মতিন আজাদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: শাহজাহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইংরেজী দৈনিক ডেইলি স্টারের প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক রূপসী গ্রামের নির্বাহী সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে- সংগঠনের উপদেষ্টা জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি ও খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জাহেদ সরওয়ার সোহেল, জেলা বহুল প্রচারিত দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক সাংবাদিক ফরহাদ ইকবাল। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, প্রবাল খেলাঘর আসরের সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মো: নাজিম উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: আবছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের কক্সবাজারের নির্বাহী সম্পাদক সাংবাদিক মহসীন শেখ, বক্তব্য রাখেন কক্সবাজার জেলা খেলাঘর আসরের সদস্য সচিব রিদোয়ান আলী ও হেমন্তিকা শিল্প গোষ্টির পরিচালক এবং সাংস্কৃতিক সংগঠক অনিল দত্ত।
প্রবাল খেলাঘরের অন্যতম কর্মকর্তা নারগিস আক্তার রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পিকু বড়–য়া, নাছির উদ্দিন বিপু, জেলা খেলাঘর আসরের সদস্য কলিম উল্লাহ, সহ সভাপতি আবু সাহদাৎ মোহাম্মদ সায়েম ডালিম, আজিজুল হক সোহেল, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, করিম উল্লাহ বাদশা, আমির হোসেন আমু, মো: ইব্রাহিম, রূপন চৌধুরী, শ্রমিক নেতা এইচ এম নজরুল ইসলাম, পারভিন আক্তার, রিজিয়া বেগম, কামরুন শেখ, রুমি, টুম্পা, নিপা, মো: সেলিম উদ্দিন, মিঠু এবং শাহ নেওয়াজ, যুবরাজ শিবলু, সবুজ, হৃদয়, সোহাগ, বিজয়, বাবু, মুমু, ঝুমু, সামি, আদনান, রওজা মনি, হৃদিতা, রাইশা, রিয়া, রূপন্তি, সিগমা, নিশা মনি, নিহা মনি, আলিক হোসাইন, নিকাত আমির, কুমকুম, আদনান, রওজা, তাবাসসুম, কাফি, রিদরাতুল মুনতাহা, ইকরা, ইসফা, তুশফা, রক্তিম, তানবির ও আয়েশা মনি সহ অসংখ্য ক্ষুদে শিল্পীদের অংশ গ্রহণে জমকালো অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পাশাপাশি সড়ক দূর্ঘনায় সদ্য প্রয়াত কক্সবাজার সিটি কলেজের মেধাবী ছাত্র ও বাহারছড়ার তরুণ মো: সেলিমের মৃত্যুতে মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের স্বরণে ২১ ফেব্রুয়ারীতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্পনের সিদ্ধান্ত নেওয়া হয়।