তরুণ কবি শ্যামল মওলা। সারাক্ষণই কবিতা লেখার ঘোরে থাকেন। প্রকৃতি এবং সুন্দরী তরুণী নিয়েই বেশি কবিতা লেখেন শ্যামল। একসময় ছায়াছন্দ নামের এক সুন্দরী রমণীর সাথে পরিচয় হয় শ্যামলের।
এরপর দেখা হলে শ্যামল তাকে ছন্দ নামে ডাকেন। একসময় ছন্দের প্রেমে পড়ে যান শ্যামল। চুটিয়ে ছন্দার সাথে কিছুদিন প্রেমও করেন। এর মাঝে পরিবার থেকে শ্যামল মওলার বিয়ে ঠিক করা হয়। ছন্দকে বিয়ের কথাটা জানান। সেখানে ছন্দার সাথে শ্যামলের সম্পর্কের ইতি ঘটে।
পাত্রী না দেখেই কবি শ্যামল বিয়ে করে ফেলেন। বিয়ে করে মালা নামে এক তরুণীকে। বাসর রাতে স্ত্রীর মুখ দেখে চমকে উঠেন কবি। এতো সেই ছন্দ! কিন্তু তিনি আবিষ্কার করলেন, দেখতে একই হলেও মানুষটি ভিন্ন। গল্পের নতুন কাহিনি শুরু হয় এখান থেকেই। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘প্রেম মানবী’। নাটকে ছন্দ এবং মালা এই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন প্রভা।
ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল সৈকত, আফরোজা হোসেন প্রমুখ।
নির্মাতা জানালেন, ১৫ ফেব্রুয়ারি রুপগঞ্জ এলাকায় নাটকটির শুটিং শুরু হয়। শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। নাটকটি শিগগিরই একটি স্যাটেইলাট চ্যানেলে প্রচার হবে।