গত শনিবার ভোর রাতে অস্ত্রসহ আটক ৫ সন্ত্রাসীকে অবশেষে ২৪ ঘন্টা পর গতকাল রবিবার আটক দেখানো হয়েছে। ওই ৫ সন্ত্রাসীসহ ১৬ জনের বিরুদ্ধে গতকাল কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি’র অভিযোগে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়। সদর মডেল থানার এসআই মাঈনুদ্দীন বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। ধৃত আসামীদের কাছ থেকে একটি এলজি, কার্তুজ একটি, কিরিচ একটি, দু’টি ছুরি ও দু’টি মুখোশ উদ্ধার করা হয়। ধৃত আসামীরা হলো যথাক্রমে শহরের দক্ষিন রুমালিয়ারছড়ার সমিতিবাজারের ছালেহ আহমদের পুত্র সাদ্দাম হোসেন (২২), সিকদারপাড়ার বিজিবি ক্যাম্প এলাকার রাছেল (১৯), পল্লাইন্ন্যাকাটার মো. সেলিমের পুত্র আরিফুল ইসলাম (১৯), আবুল বাশারের পুত্র মেহেবুব হোসেন (২০) ও দক্ষিণ রুমালিয়ারছড়ার মৃত জমির সিকদারের পুত্র আলাউদ্দিন (২১)। এছাড়া মামলার অন্য আসামীরা হলো যথাক্রমে খরুলিয়ার মকবুল সওদাগরপাড়ার দানু মিয়ার পুত্র কাজল (৩৫), দক্ষিণ রুমালিয়ারছড়ার দিল মোহাম্মদের পুত্র ইসমাঈল (২২), ইব্রাহিমের পুত্র রমজান (২৬), মনু মিস্ত্রীর পুত্র রানা (২৭), মাবুদ সওদাগরের পুত্র সোহেল (২১), মো. তারেক (২০), সৈয়দ হোসেন প্রকাশ বকসুর পুত্র জসিম (২৩), তারাবনিয়ারছড়ার মতলবের পুত্র মিজান প্রকাশ সোনিয়া (২৪), খুরুশকুল রহুল্লার ডেইল এলাকার মৌলভী সৈয়দ হোসেনর পুত্র ইয়াছির খান (২০), তোতকখালীর মৃত কবির আহমদের পুত্র কলিম উল্লাহ প্রকাশ কলি ও ইসমাঈলের পুত্র লাল বাহাদুর।