চকরিয়ায় চুরির অপবাদে গত শুক্রবার সকালে নৃশংসভাবে শিশু রিয়াজ উদ্দিন খুনের ঘটনায় এখনো মামলা হয়নি থানায়। ইতিমধ্যে চাঞ্চল্যকর এই হত্যাকা-ের দুইদিন পেরিয়ে গেছে। গতকাল শনিবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানা এ সংক্রান্ত কোন মামলা রুজু হয়নি।
তবে পুলিশ বলছে, এই হত্যাকা- নিয়ে দোকান মালিক ও নিহতের পরিবারের পক্ষ থেকে পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরী রুজুর পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে খুন হওয়া শিশু রিয়াজ উদ্দিনের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার বিকেলে গ্রামের বাড়িতে পৌঁছে। এর পর বরইতলী ইউনিয়নের শান্তিবাজারস্থ ফতেহ আলী সিকদার পাড়া মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। এর আগে জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। এ সময় তারা শিশু রিয়াজকে একনজর দেখে চোখের পানি ফেলে শেষ বিদায় দেন। পাশাপাশি শোকাহত পরিবার সদস্যদেরও দেখতে মানুষের ¯্রােত গিয়ে দাঁড়ায় বাড়িতে। এ সময় শিশু রিয়াজের মা নূর আয়েশা, বাবা নুরুল কবির, বোন সাজেদা বেগমসহ পরিবার সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ। অপরদিকে ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক রয়েছে শিশু রিয়াজের ঘাতক হাসান মুরাদ ও তার বাবা আবদুস সালাম। গতকাল বিকেলে তাদের বাড়িতে এবং হত্যাকা-স্থল দোকানে গিয়ে দরজায় তালা ঝুলতে দেখা গেছে।
এই অবস্থায় শোকাচ্ছন্ন পরিবার সদস্যদের সান্তনা দিতে ছুটে যান বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া। তিনি পরিবার সদস্যদের সান্তনা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে ২ মণ চাল, দুটি কম্বল ও দুটি মশারী ছাড়াও ব্যয় নির্বাহের জন্য উপযুক্ত পরিমাণ নগদ টাকা প্রদানের আশ্বাস দেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী জিয়া দৈনিক কক্সবাজারকে বলেন, ‘এই হত্যাকা-ের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আমি ইতিমধ্যে থানার ওসিসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না শিশু রিয়াজের ওপর নির্মম নির্যাতন চালিয়ে নৃশংসভাবে হত্যাকারীদের।’
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘দোকান মালিকসহ এলাকার বিভিন্ন লোকজন ওই শিশু বিষ খেয়ে মারা গেছে বলে প্রচার রয়েছে। তাই ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরী রুজু করেছে। তাছাড়া এখনো পর্যন্ত (গতরাত সাড়ে ৯টা) পরিবারের পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয়নি।’
তবে বরইতলী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ইকবাল কবির খোকা ওইসময় বলেন, ‘এলাকার মেম্বার হিসেবে আমি শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমার জানামতে শিশু রিয়াজের বোন বাদী হয়ে থানায় মামলা করার জন্য এজাহার নিয়ে ওসির কক্ষে যাচ্ছেন।’