ফলোআপ- টেকনাফে যুবক হত্যা : ১৩ জনের বিরুদ্ধে মামলা
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
৩১৩
বার পড়া হয়েছে
টেকনাফে ইয়াবা উদ্ধারের সোর্স সন্দেহে মোহাম্মদ হোসেন (২২) নামের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের মা টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার সোনা মিয়ার স্ত্রীজোহরা খাতুন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলা অভিযুক্তরা হল, একই এলাকার মৃত আবদুর রশিদ প্রকাশ কাদুরার ছেলে জাকির প্রকাশ জাগির (৩২), তার ভাই শাহজাহান (৩৫), এরশাদ উল্লাহর ছেলে আলী মাঝি (৩৫), ইউসুফ মাঝির ছেলে মোহাম্মদ বইল্যা (২৫), কবির বলির ছেলে শামসুল আলম (৩০), মৃত আবদুর রশিদ প্রকাশ কাদুরার ছেলে জিয়াবুল (২৮), কবির বলির ছেলে মনজুর আলম (১৮), মৃত হাশিমের ছেলে শামসুল হক (৩০), মৃত আবদুর রশিদ প্রকাশ কাদুরার ছেলে আজিজ উল্লাহ প্রকাশ আয়াত উল্লাহ (২৫), আমির হোসেনের ছেলে জিয়ারু (৩২), আলী আকবরের পুত্র নুরুল হক (২৬), মোহাম্মদ কাদিরের ছেলে হাফেজ উল্লাহ (২৫) ও ইউসুফ মাঝি (৪৫)।
মামলার এজাহারের বলা হয়, গত ২০ জানুয়ারি ভোরে কাস্টগার্ডের সদস্যরা টেকনাফের শহাপরীর দ্বীপ নাফ নদীতে কাঠের তৈরী ট্রলার থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। ওই ইয়াবা মালিক অভিযানের সোর্স সন্দেহে হোসেনকে ধরে মারধর করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
টেকনাফ থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, নিহতের ময়না তদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।