রামু উপজেলার গর্জনিয়া এলাকায় অপহরণের পর দুই শিশুকে হত্যার ঘটনায় রিমান্ডে নেয়া ৮ জনের মধ্যে স্বীকারোক্তিমুলক জবানবন্ধি প্রদান করেছে একজন। জাহাঙ্গির নামের এ আসামী রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নিশাদুজ্জামান এর কাছে এ জবানবন্ধি দেন।
রামু থানার ওসি (তদন্ত) মো. কায় কিস্লু জানিয়েছেন, গত বোরবার (১৭ জানুয়ারি) বিকালে বাড়ির পাশে খেলা করার সময় মোহাম্মদ ফোরকানের বড় ছেলে মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮) কে অপহরণ করা হয়। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা গর্জনিয়া ইউনিয়নের বড়বিল সীমান্ত এলাকা থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ১২ জনের মধ্যে ৮ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। যার মধ্যে এক ঘটনা স্বীকার করে জবানবন্ধি প্রদান করল।