1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
ফলোআপ- বিতর্কিত মাদ্রাসার তদন্তে প্রশাসনের প্রতিনিধি দল উখিয়ায় : জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ গ্রামবাসীর - Daily Cox's Bazar News
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

ফলোআপ- বিতর্কিত মাদ্রাসার তদন্তে প্রশাসনের প্রতিনিধি দল উখিয়ায় : জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ গ্রামবাসীর

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

foloup-dc-iconরোহিঙ্গা সলিডারিটি অর্গেনাইজেশন কর্তৃক পরিচালিত উখিয়া করইবনিয়ায় সদ্যপ্রতিষ্টিত মাদ্রাসার নীতিমালা বহির্ভুত ও জঙ্গী সন্দেহ প্রবণ বিভিন্ন কার্যক্রম নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ইসলাম ধর্মীয় শীষ্টাচার বহিরর্ভুত ওই মাদ্রাসার গুটি কয়েক শিক্ষক নামধারী  পরিচালনা কমিটির সদস্যদের বেপরোয়া আচরনসহ অপরিচিত লোকজনের আনা গুনা, খেয়াল খুশিমত মসজিদে আযান দেয়া নামাজ আদায় প্রভৃতি ঘটনা নিয়ে এলাকার ধর্মভীরু গ্রামবাসীর  মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও উত্তেজনা।

স্থানীয় সংবাদ মাধ্যম গুলোতে প্রতিবেদন প্রকাশের পর উখিয়া উপজেলা প্রশাসনের নির্দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ  ও জনপতিনিধির সমন্বয়ে গটিত একটি তদন্তদল গত ১৫(ডিসেম্বর) শুক্রবার জুমার নামাজের সময় সমালোচিত ওই মাদ্রাসাটি পরিদর্শন করেন। এ সময় তদন্ত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত শান্তি প্রিয় শতশত মুসল্লিদের উদ্দেশ্য আশ্বস্থ করে বলেন এ প্রতিষ্টানের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে, নয়তো বা অন্য ৪৫০ টি মসজিদের মত পরিচালিত হবে।

সরজমিন ঘটনাস্থল করইবনিয়া ঘুরে গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, করইবনিয়া গ্রামের উমর আলীর ছেলে বেলাল উদ্দিন স্থানীয় আলহাজ আজিজুর রহমানের জমি জবর দখল করে রাতারাতি মাদ্রাসা সহ মসজিদের কার্যক্রম শুরু করে।  ইতিমধ্যে কথিত বেলাল উদ্দিনকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে উখিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।  জামিনে মুক্ত হয়ে বেলাল উদ্দিন তার পিতাকে নিয়ে মালেশিয়া পালিয়ে যায়। তার অর্থায়নে পরিচালিত এ মাদ্রাসার হাল ধরেন রোহিঙ্গা সলিডারিটি অরগাইনাজেশনের নেতা দেলোয়ার হোসেন।  অষ্টম শ্রেণী পর্যন্ত পড়–য়া এ রোহিঙ্গা নাগরিক নিজেকে কক্সবাজার সহরেরর বাসিন্ধা পরিচয়ে করইবনিয়ার বহুল আলোচিত দারুল হিকমা মাদ্রাসার অধ্যক্ষ বলে দাবি করছেন।

গতকাল  শুক্রবার প্রশাসনের নিয়োগকৃত তদন্ত  টিমের নেতা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, দেশবিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলাম সহ স্থানীয় একদল সাংবাদিক  ও মুসল্লিরা যখন নামাজের আগে ইমামের বয়ান শুনছিল তখন ও মসজিদে জায়গা না পেয়ে অসংখ্য মুসল্লি ঘটনা প্রত্যক্ষ করার জন্য বাহিরে অপেক্ষা করছিল। প্রত্যক্ষ দর্শীরা জানান, এ সময় মসজিদের ইমাম ফেনীর সংসদ নিজাম হাজারীর আতœীয় পরিচয়ধানকারী ইমাম  জহিরুল ইসলাম দীর্ঘ বয়ান শেষে মুসল্লিদের সুন্নত পড়ার সুযোগ না দিয়ে সরাসরি খুতবা পড়া শুরু করেন তাও আবার আযান ব্যতিরেকে।  কিছু বাংলা কিছু আরবীর সংমিশ্রনে দেয়া খুতবা নিয়ে মুসল্লিদের মাঝে কানাঘুষা শুরু হলেও তদন্ত কমিটির নির্দেশ থাকায় মুসল্লিরা উজর আপত্তি করেনি।

খুতবা পরবর্তি যথারিতি দুই রকাত জুমার নামাজ শেষে ইমাম মুনাজাত না করে আবার ও যখন সুন্নত পড়তে শুরু করেন তখন মুসল্লিদের মাঝে শুরু হয় হৈ ছৈ বাকবিতান্ডা এ সময় মুসল্লিরা মার মুখী অবস্থান নিলে তদন্ত টিম পরিস্থিত নিয়ন্ত্রেনে আনে। পরে মুসল্লিদের উদ্দেশ্য অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ধর্য্য ধারনের নির্দেশ দিয়ে বলেন ১৫ হাজার মানুষের মধ্যে ৪ জন বিতর্কিত মানুষের কার্যক্রম যখন প্রশ্নবিদ্ধ হয়েছে তখন তাদের নিয়মে মসজিদ চলতে পারেনা। তাই এদের বিরুদ্ধে প্রশাসন যাতে প্রয়োজনীয় আইনগত প্রদক্ষেপ নিতে পারে তাই করতে তদন্ত টিম প্রতিবেদন দাখিল করবে।

এ ব্যাপারে, জানতে চাওয়া হলে, উখিয়া কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফেজ আনোয়ার সহ শতশত গ্রামবাসী আর এস ও নেতা  কথিত দারুল হিকমা মাদ্রাসার অধ্যক্ষ নামধারী রোহিঙ্গা নাগরিক দেলোয়ারকে গ্রেপ্তার পূর্বক মাদ্রাসার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications